দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি স্প্যানিশ লা লিগাটা ভালো যাচ্ছেনা বার্সালোনার। লিগের শুরুতে বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্টের পর ডিসেম্বরে পরপর ম্যাচ জিতে তারা নিজেদের ভক্তদের ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু চলতি বছরের শেষ খেলায় এইবারের বিরুদ্ধে হোঁচট খেল তারা। এমনিতেই গোড়ালিতে হালকা চোটের জন্য ছিলেন না লিওনেল মেসি। এইবারের বিরুদ্ধে খেলা হলেই জ্বলে উঠেন তিনি। তার অভাব ভালোই অনুভব করলো বাকি বার্সা খেলোয়াড়রা।
রেলিগেশন জোনের আশেপাশে ঘুরতে থাকা এইবারের বিপক্ষে গতরাতের ম্যাচে বার্সালোনা ড্র করেছে ১-১ গোলে। এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন বার্সালোনা স্ট্রাইকার ব্র্যাথওয়েট। ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি পেয়েছিল বার্সা। কিন্তু সেই পেনাল্টি নিতে এসে মিস করেন ব্র্যাথওয়েট। এরপর ২৫ মিনিটের মাথায় গোল করেন সেই ব্র্যাথওয়েট, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। হাফ-টাইম পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ০-০।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে বার্সার বিপক্ষে লেভান্তেকে এগিয়ে দেন এইবার স্ট্রাইকার কিকে। একসময় মনে হচ্ছিলো শেষ ১০ বছরে প্রথমবারের জন্য বার্সাকে হার মানতে হবে এইবারের কাছে। কিন্তু শেষপর্যন্ত এইবারের গোলের ১০ মিনিট পরই গোলটি শোধ করে বার্সাকে সমতায় ফেরান ওসমান ডেমবলে। ৮৬ মিনিটে বার্সালোনাকে জিতিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন পেড্রি। কিন্তু বারপোস্টের উপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন এই তরুণ ফুটবলার। শেষপর্যন্ত বছরের শেষ ম্যাচে জয় অধরাই থেকে যায় বার্সেলোনার।