দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একসময় তিনি ছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকদের নয়নের মণি। কোপা-দেল-রে ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে বিস্ময় গোল অথবা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে চোখ ধাঁধানো বাইসাইকেল কিক, রিয়াল মাদ্রিদ ফ্যানদের তিনি উপহার দিয়েছেন একাধিক সুন্দর মুহূর্ত। কিন্তু প্রতিনিয়ত চোটের কবলে পড়ার অভ্যাস তাকে কোনওদিন ধারাবাহিক হতে দেয়নি। সম্পর্ক খারাপ হয়েছে রিয়াল মাদ্রিদ কোচ জিদানের সাথে, বেরিয়ে এসেছেন ক্লাব থেকে। কিন্তু ক্লাবের সাময়িক পরিবর্তন হলেও সামগ্রিক চিত্রটি বদলায়নি গ্যারেথ বেলের।
চলতি মরশুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে টট্যেনহ্যাম হটস্পারে পাড়ি জমিয়েছেন ওয়ালেশ তারকা গ্যারেথ বেল। কিন্তু গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ ছাড়লেও ইনজুরি বেলের পিছু ছাড়েনি। জোসে মৌরিনহো-র দলে এসেও ইনজুরির কারণে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। স্পার্স কোচ মৌরিনহো নিশ্চিত করেছেন বেলের ইনজুরির কথা। তিনি জানিয়েছেন যে, বেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
ডিসেম্বরের ২৩ তারিখে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে স্টোক সিটির বিপক্ষে ম্যাচ খেলার জন্য নেমেছিল টট্যেনহ্যাম। এমনিতে তিনি স্পার্স শিবিরে যোগদানের পর বেশিরভাগ সময় তাকে পরিবর্ত ফুটবলার হিসাবেই ব্যাবহার করেন মৌরিনহো। তবে লিগ কাপের ম্যাচ খেলতে তিনি নেমেছিলেন শুরু থেকেই। এই ম্যাচে খেলতে গিয়েই ইনজুরির কবলে পড়েন তিনি। সেই ইনজুরির কারণেই এখন কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়েলস তারকাকে।