28 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    অনুমতি দিলেন না সৌরভ, মুস্তাক আলীতে নামতে পারবেন না যুবরাজ!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অনুমতি দিলেন না সৌরভ, সৈয়দ মুস্তাক আলীতে নামতে পারবেন না যুবরাজ সিংহ। কিছুদিন আগেই পাঞ্জাব দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং আরম্ভ করেছিলেন যুবরাজ। ইচ্ছা ছিল অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে মাঠে ফিরবেন আবার। সেইমতো সৈয়দ মুস্তাক আলী ট্রফি দিয়েই শুরু হবার কথা যাত্রা। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে অবসর নিতে দেখা গিয়েছিল ২০১৯ বিশ্বকাপের সময়। সে সময় স্বাভাবিকভাবেই কেরিয়ারের প্রান্তে চলে এসেছিলেন যুবরাজ। তিনি চেয়েছিলেন বাইরের দেশে টি-টোয়েন্টি লিগ খেলতে। আর সেই কারণেই আইপিএল সহ সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। কিন্তু এবার আরও একবার দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট খেলতে উৎসাহী ছিলেন এই বাঁহাতি ক্রিকেট তারকা। সেই মর্মে চিঠি লিখে বোর্ডকে অনুরোধ করেছিল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু একথা মেনে নেয়নি বোর্ড।

    আসলে অবসর নেওয়ার পরেই তাকে কানাডার টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দিয়েছিল বিসিসিআই। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী দেশের ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর গ্রহণ না করা পর্যন্ত বিদেশী কোন লিগে খেলতে পারবেন না কোন ভারতীয় খেলোয়াড়। এই মর্মে এর আগে প্রভিন তম্বেকেও আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। যুবরাজের ক্ষেত্রেও এখন বিষয়টা বোর্ডের একই রায়। তাই তাকে বাদ দিয়েই আপাতত দল ঘোষণা করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সচিব পুনিত বালি বলেন, ‘‘যুবরাজ সিংহর বিষয়টা এখনও বিসিসিআই দেখছে।’’

    আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি। ৩১ জানুয়ারি অবধি চলবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পাঞ্জাবের সব ম্যাচ রয়েছে কর্নাটকের আলুরে। ২ জানুয়ারি সেখানে পৌঁছাবে পাঞ্জাবের পুরো দল। অধিনায়ক হিসেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেছে নিয়েছেন অন্যতম আইপিএল সেনসেশন মনদীপ সিংহকে। এবারের আইপিএলে যথেষ্ট ভাল ফর্মে ছিলেন মনদীপ।আর সেই কারণেই তার উপরেই ভরসা রাখছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।

    যদিও আগে ঘোষণা করা ৩০ জনের দলে স্থান পেয়েছিলেন যুবরাজ। কিন্তু বিসিসিআইয়ের অনুমতিপত্র না মেলায় তাকে বাদ দিয়েই দল ঘোষণা করতে হলো পাঞ্জাবকে। ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্যা সিরিজ হওয়া এই খেলোয়াড়ের ভাগ্য শেষ পর্যন্ত সহায় হলো না ঘরোয়া ক্রিকেটে আরেকবার নামার ক্ষেত্রে।

    পাঞ্জাব দল: মনদীপ সিংহ, গুরকিরাত মান, রোহন মারওয়া, অভিনব শর্মা, প্রভসিমনর সিংহ, আনমোলপ্রীত সিংহ, আনমোল মলহোত্র, সনবীর সিংহ, সন্দীপ শর্মা, করণ কাইলা, ময়াঙ্ক মারকান্ডে, অভিষেক শর্মা, রমনদীপ সিংহ, সিদ্ধার্থ কউল, বারিন্দার স্রান, অর্শদীপ সিংহ, হরপ্রীত ব্রার, বলতেজ ধান্দা, কৃষাণ, গীতাংশ খেরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...