দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অ্যাডিলেডে গোলাপি বলে লজ্জাজনক হারের পর বিরাট কোহলি মোহাম্মদ শামি না থাকা সত্ত্বেও মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। শুধু ঘুরেই দাঁড়ায়নি রীতিমতো পর্যুদস্ত করেছে মাইটি অস্ট্রেলিয়াকে। অজিঙ্কা রাহানে নেতৃত্বে এই জয়ে স্বাভাবিকভাবেই মুগ্ধ সমস্ত ক্রিড়া বিশ্লেষকরা। তবে একদিকে যেমন জয়ের কান্ডারী ছিলেন অভিজ্ঞ রাহানে তেমনি অন্যদিকে অভিষেক ম্যাচে খেলতে নামা দুই তরুণ শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ যে ম্যাচিউরিটি দেখিয়েছেন তার কারণেই জয়ের লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হয়ে যায় ভারতের কাছে। ইতিমধ্যেই গিল প্রশংসিত হয়েছেন ভারতীয় সমস্ত ক্রিড়া বিশ্লেষকদের কাছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শচীন, লক্ষণ সকলেই যেমন শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের এই ঐতিহাসিক জয়কে তেমনই শুভেচ্ছা জানিয়েছেন এই তরুণ দুই তারকাকেও।
এবার সেই তালিকায় যোগ দিলেন মিস্টার ক্রিকেট মাইকেল হাসি। নিজের খেলোয়াড়ী জীবনের প্রায় শেষের দিকে অস্ট্রেলিয়া দলে খেলার সুযোগ পান তিনি। তারপর যেভাবে ধারাবাহিকতার সংজ্ঞা বদলে দিয়েছিলেন হাসি তা হয়তো ভুলতে পারবেন না কোন ক্রিকেটপ্রেমীই। এদিন শুভমান সম্পর্কে বড় মন্তব্য করলেন সেই মিস্টার ক্রিকেট। তিনি বলেন, “শুভমান গিল একজন দারুণ শিল্পী খেলোয়াড়। উনি এমন একজন খেলোয়াড় যিনি আগামী দশ বছর ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে রাজ করবেন। উনি বেশ শৈল্পিক হয়তো প্রথম টেস্ট থেকেই ওনাকে খেলা উচিত ছিল।”
একদিকে যেমন ব্যাট হাতে অভিষেক ম্যাচেই নিজের নাম সকলকে চিনিয়ে দিয়েছেন গিল, তেমনই বল হাতে উমেশ যাদব না থাকা সত্ত্বেও একটুও স্নায়বিক চাপ না নিয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন মোহাম্মদ সিরাজ। ডেবিউ টেস্টেই পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। মোহাম্মদ শামির অনুপস্থিতিতে দলে সুযোগ পান সিরাজ। সেই শূন্যস্থান যে সুন্দরভাবে পূর্ণ করতে পেরেছেন তিনি সে নিয়ে কোন সন্দেহ নেই হাসির মনেও। তিনি বলেন,”আমি ভেবেছিলাম মহম্মদ শামিকে হারানোটা ভারতীয় দলকে অনেকটাই বেগ দেবে। কিন্তু মোহাম্মদ সিরাজ সেই জায়গায় এসে খুব ভালো প্রদর্শন করেছেন। এমনভাবে সুযোগটি কাজে লাগিয়েছেন যেন মনে হয়েছে কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তার।”
বক্সিং ডে টেস্টে ভারতের এই জয় যে ঐতিহাসিক তাও এদিন একপ্রকার মেনে নেন এই অজি প্রাক্তনী। অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে মুগ্ধ হাসি বলেন, “দারুন জবাব দিয়েছে ভারত, এটা মানতেই হবে। আমি ভেবেছিলাম এই টেস্টে আসার আগে দলে বেশ কিছু পরিবর্তন হবে। আর তার সংখ্যাটাও বেশ বেশি। রাহানে যেমনটা বলেছিলেন প্রথম টেস্টেও ভারত ভালো খেলেছিল, কিন্তু একটি অতি দুঃস্বপ্নের ৯০ মিনিটের সামনে পড়ে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু এখানে এসে খেলাটিকে সঠিকভাবে ধরে নিয়েছে তারা।”