27 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    B R E A K I N G N E W S: উমেশের পরিবর্তে দলে আসতে পারেন নটরাজন খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করেছে ভারত। মেলবোর্নে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে রাহানের বাহিনী। একইসঙ্গে প্রথম টেস্টের লজ্জাজনক হারকে দূরে সরিয়ে রেখে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। এই ম্যাচে ব্যাটিংয়ে যেমন অনবদ্য শতরান করে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে তেমনি বোলিংয়ের ক্ষেত্রে ভারতের জোরে বোলিং লাইন আপের প্রদর্শনও ছিল দুর্দান্ত। মূলত তাদের এই অসাধারণ পারফরমেন্সের দৌলতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৫ রানে এবং দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট করে ভারত। অন্যদিকে প্রথম ইনিংসের ব্যাট হাতে রাহানের শতরান এবং জাদেজার দুরন্ত অর্ধশতরানের দৌলতে ৩২৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করেছিল ভারতীয় দল। আর সেই ১৩১ রানের লিডের সৌজন্যেই দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭০ রান। শুভমান গিল এবং অধিনায়ক রাহানের দুরন্ত ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছাতে কোন অসুবিধা হয়নি ভারতের।

    কিন্তু সৌভাগ্যের সাথে সাথে দুর্ভাগ্যও পিছু ছাড়েনি ভারতীয় দলের। দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় কাপ মাসেলে চোট পেয়ে বাইরে বেরিয়ে যেতে হয় উমেশ যাদবকে। যদিও তার চোট কতটা সেরেছে সে বিষয়ে এখনো মুখ খোলেননি ভারতীয় শিবির। কিন্তু একথা অনেকটাই পরিস্কার যে তৃতীয় টেস্টের সাহায্য পাবে না ভারতীয় দল। সে ক্ষেত্রে ভারতের কাছে রয়েছে তিনটি অপশন। শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি অথবা তামিলনাড়ুর তরুণ পেসার টি নটরাজন। শার্দুলের কিছু টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও সাইনি বা নটরাজনের কারোরই এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেনি। সে ক্ষেত্রে কাকে বেছে নেবে ভারতীয় দল এ কথা যদিও এখনও সামনে আসেনি কিন্তু পাল্লা ভারি ছিল সাইনির তরফেই।

    তবে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট সূত্রে সামনে আসছে আরেকটি বড় খবর। সেই সূত্রের তরফে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানানো হয়েছে,”নির্বাচকরা মোহাম্মদ শামির পরিবর্তে শার্দুল ঠাকুরকে নিয়ে এসেছিল এবং এই দলে রয়েছেন নবদীপ সাইনিও। কিন্তু সম্ভবত দলে নটরাজন সুযোগ পেতে পারেন তার বোলিং বৈচিত্রের জন্য। যেমনটা মিচেল স্টার্ক করেন নাথান লায়নের জন্য তেমনি নটরাজন বাঁহাতি বোলার হিসেবে ফুটমার্কস তৈরি করতে পারবেন রবীচন্দ্রন অশ্বিন কিম্বা রবীন্দ্র জাদেজাদের জন্য। তার থেকে সুবিধাও তুলে নিতে পারবেন স্পিনাররা।”

    এই কারণেই বাঁহাতি বোলার নটরাজনের দিকে পাল্লা কিছুটা ভারী হয়ে গেল এই মুহূর্তে। যদিও তৃতীয় টেস্টের আগে অনেকদিন বিশ্রাম পাবে ভারত’। তার মধ্যে উমেশ সেরে উঠতে পারেন কিনা সেদিকেও অবশ্যই নজর থাকবে ভারতীয় শিবিরের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...