দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিতর্কিত ভাবে হলেও কন্যাশ্রী কাপের সেমিফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল মহিলা দল। তাদের সেমিফাইনালে জয় নিয়ে অবশ্য বিস্তর জলঘোলা হয়েছিল। অনৈতিকতার অভিযোগে নিজেই পদত্যাগ করেছেন আইএফএ বোর্ড সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তার মধ্যে ইস্টবেঙ্গল দলের কাছে একটা উপায় ছিল ফাইনালটা জিতে যাবতীয় বিতর্কের জবাব দেওয়ার। কিন্তু এসএসবি ওম্যান এফসি-র কাছে ফাইনালে বিশ্রী ভাবে হেরে গেল লাল হলুদের মহিলা দল।
ফাইনালে লাল হলুদ শিবির-কে কার্যত দাঁড়াতেই দেয়নি এসএসবি ওম্যান এফসি। ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে মোট ৩২ টি শট নেন তারা, যার মধ্যে ১২ টাই ছিল গোলের মধ্যে। শেষপর্যন্ত ইস্টবেঙ্গলকে হার স্বীকার করতে হয়েছে ২-০ ফলে। ভাগ্যকে ধন্যবাদ দিতে পারে ইস্টবেঙ্গল শিবির যে স্কোরলাইন আরও অপমানজনক হয়ে দাঁড়ায়নি।
মহিলাদের এই খারাপ দিনে রবি ফাওলারের শিবিরে ভেসে এল নতুন ট্রান্সফার আপডেট। নর্থ ইস্ট শিবিরের শুভাশিস রায়চৌধুরী-কে এবার নিজেদের দলে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। চলতি মরশুমে নর্থইস্টের শুরুর ম্যাচ গুলিতে প্রথম একাদশে থাকলেও তিন ম্যাচ পর থেকে তার জায়গা হয়েছে বেঞ্চে। তাই নিজেকে প্রমাণ করতে নর্থইস্টের সাথে চুক্তি মিটিয়ে লাল-হলুদ শিবিরে যোগ দেবেন প্রাক্তন এটিকে গোলরক্ষক।