দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বছর শেষ হতে আর মাত্র বাকি একদিন। এর মাঝেই বড় চমক বিজেপিতে। বিজেপিতে যোগদান করলেন আবার এক ক্রিকেট তারকা। এর আগেও বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লিতে বর্তমানে বেশ কিছু জনমুখী কাজে যুক্ত রয়েছেন তিনি। আর এবার গেরুয়া শিবির প্রাক্তন ক্রিকেট তারকা লক্ষণ শিবরামকৃষ্ণনকে। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ধারাভাষ্যকার। খেলেছেন সুনীল গাভাস্কারের ক্যাপ্টেন্সিতেও। এদিন চেন্নাইয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সিটি রবি এবং রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি।
সামনের বছরে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে এই তারকা মুখকে দলে টেনে দক্ষিনে শক্তি বাড়ালো বিজেপি। শাসক দল এআইএডিএমকের সাথে জোট বদ্ধ হয়ে গতবার লড়াই করলেও সূত্রের খবর অনুযায়ী এবার নিজেদের শক্তি পরীক্ষা করতে চায় বিজেপি। আর সেই কারণেই ক্রীড়া বিশ্লেষক তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষণকে পদ্ম শিবিরে টানা। শোনা যাচ্ছে আগামী বিধানসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রার্থীও করা হতে পারে তাকে।
১৭ বছর বয়সে প্রথম দেশের হয়ে মাঠে নেমেছিলেন শিবরামকৃষ্ণন। ভারতের হয়ে নটি টেস্টে প্রতিনিধিত্ব করে ২৬ টি উইকেট শিকার করেছিলেন তিনি। এর সাথে সাথেই লক্ষণের ঝুলিতে রয়েছে ১৫ টি ওয়ানডে উইকেটও। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। শিবরামকৃষ্ণনের সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয় ১৯৮৭ সালে। তবে তার পরেই ধারাভাষ্যকার হিসেবে যোগ দেন তিনি। সেই কেরিয়ারেও যথেষ্ট সফলতার সঙ্গে কাজ করেছেন লক্ষণ। এবার রাজনীতিতে তার সেকেন্ড ইনিংস কিরকম হয় সেদিকেই তাকিয়ে থাকবে সফলে। তবে দক্ষিনে ক্ষমতা বাড়াতে বিজেপির এই অন্তর্ভুক্তি যে খুবই তাৎপর্যপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই।