দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বছরের শেষ সপ্তাহটা ভালো গেল না প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জন্য। বরাত জোরে বেঁচে গেলেন বড়সড় দুর্ঘটনার হাত থেকে। তার ব্যক্তিগত সচিব জানিয়েছেন বুধবার রাজস্থানের সুরওয়ালের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মোহাম্মদ আজহারউদ্দিন। ভাগ্য ভালো তাই তেমনভাবে চোট পাননি ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
খবর অনুযায়ী আপাতত তিনি সুস্থই আছেন। তার ব্যক্তিগত সচিব জানিয়েছে সুরওয়ালে এই দিন গাড়িটির বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও তেমনভাবে সমস্যার মুখে পড়তে হয়নি আজহারকে। তবে যেকোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারত এ ধরনের দুর্ঘটনা। আপাতত সর্মথকরা এতেই খুশি যে তেমনভাবে গুরুতর কোন চোট পান নি এই ক্রিকেটার। ভারতের হয়ে বহুম্যাচে জয়ের কান্ডারী ছিলেন হায়দ্রাবাদি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দুর্ভাগ্যজনকভাবে তার ক্রিকেট কেরিয়ার শেষ হলেও আবারো ক্রিকেটে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
বর্তমানে ক্রিকেট প্রশাসক হিসেবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন বর্ষীয়ান এই ক্রিকেটার। হায়দ্রাবাদের প্রেসিডেন্ট রূপে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আজহার। তারই নতুন ইনিংসে আর কোন ধরনের বাধা বিপত্তি না আসুক সেটাই এখন কামনা সমর্থকদের।