দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতে মাঠে নামার আগে ডেভিড ওয়ার্নার এবং পুকভস্কিকে ফিরিয়ে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া। ভারতের কাছে দ্বিতীয় টেস্টে অসম্মানজনক হারের পর যথেষ্ট হতোদ্যম অস্ট্রেলিয়া শিবির। ইতিমধ্যেই দলের সমালোচনা করতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেট তারকারা। পন্টিং থেকে শুরু করে ম্যাকগ্রাথ অবধি সকলেই দলের প্রদর্শনী ভীষণরকম অখুশি। দলের প্রদর্শন বিরক্ত করেছে অধিনায়ক টিম পেইনকেও। তার বয়ানে তিনি এও বলেছেন, “ম্যাচের বড় অংশ জুড়ে আমরা খারাপ খেলেছি। ভারতের কৃতিত্ব যে ওরা আমাদের ভুল করতে বাধ্য করেছে। এমন ভুল করলে বড় দলের বিরুদ্ধে তার দাম দিতেই হয়। “
দলের প্রদর্শন নিয়ে যে অসন্তুষ্ট টিম পেইন তা বুঝিয়ে দিতে দ্বিধা করেননি তিনি। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা জো বার্ন্সকে নিয়েও খুশি নয় অস্ট্রেলিয়া। তাদের মতে ওপেনিংয়ে কেমন দায়িত্ব নিতে পারছেন না তিনি। তবে অস্ট্রেলিয়ার জন্য আসার খবর হলো ইতিমধ্যে সেরে উঠেছেন ডেভিড ওয়ার্নার। এমনিতেই তৃতীয় টেস্ট থেকে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু সে সময় চোট না সারার কারণে মাঠে নামতে পারেননি এই অজি তারকা। তবে সিডনিতে ২২ গজে ফিরতে আর কোনো অসুবিধা হবে না ওয়ার্নারের। এছাড়া তারকা পুকোভস্কিকেও বলে ফেরাচ্ছে ক্যাঙ্গারু শিবির।
দ্বিতীয় টেস্টের আগেই সিডনি থেকে চোট সারিয়ে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু সিডনিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সরাসরি দলের সাথে যোগ দিতে পারেননি পুকোভস্কি। মেলবোর্নে ফিরেও আবার কোয়ারেন্টাইনে থাকতে হয় তাকে। তবে তৃতীয় টেস্টে ব্যাটিং নিয়ে সমস্যা অনেকটাই কমবে অস্ট্রেলিয়ার। পুরো শক্তি নিয়েই মাঠে নামবে তারা। ওয়ানডে সিরিজে ভালো ফর্ম দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার। এখন লাল বলের বিরুদ্ধে সেই ফর্ম কতটা কাজে লাগাতে পারেন সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।
তবে একথা ঠিক যে, সাদা বলে ভালো প্রদর্শন করলেও এখনো অবধি অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ হয়ে উঠেছেন স্টিভ স্মিথ। গত দুই টেস্টে চার ইনিংসে সর্বসাকুল্যে তিনি সংগ্রহ করেছেন মাত্র ১০ রান। আর সেই কারণে ব্যাটিংয়ে যথেষ্ট ভুগতে হয়েছে ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়াকে। এখন সেই সমস্যার কতটা সমাধান করতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং অস্ট্রেলিয়া সমর্থকদের নজর থাকবে সেদিকেই।