দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মেলবোর্নে দলের সাথে যোগ দিলেন রোহিত শর্মা। দীর্ঘ নিভৃতাবাস কাটিয়ে সিডনি থেকে আজই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল রোহিত শর্মার। চোটের কারণে সফরে শুরু থেকে ভারতীয় দলে থাকতে পারেননি তিনি। বিরাট কোহলির পর রোহিত শর্মাও না থাকায় যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়েছে ভারতীয় দলকে। যদিও গত ম্যাচে জোটবদ্ধ হয়ে মুখের মত জবাব অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিয়েছে ভারত। কিন্তু এখনো সেভাবে ওপেনিংয়ে রান পাননি মায়াঙ্ক। আর সেই কারণেই সিডনিতে ভারতীয় দলের খুবই প্রয়োজন রোহিতকে।
শুধু ব্যাটিং নয় তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেও রাহানের পাশে রোহিতের থাকা একান্ত দরকার। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ওয়ার্নার – পুকোভস্কি। তাই এখন আরও বেশি শক্তিশালী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অসম্মানজনক হারের পর সিডনিতে মরিয়া কামড় দেবে আহত অজি বাহিনী। আর সেই আক্রমণ সামলাতে হলে রোহিতের মতো অভিজ্ঞ সেনা কে যে দরকার সে নিয়ে কোন সন্দেহ নেই। ভারতে থাকাকালীনই তিনি জানিয়েছিলেন অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামতে মরিয়া তিনি। দলের জন্য খেলতে পারেন যে কোন জায়গায়।
এখন বিশেষত ওপেনিংয়ে ভারতের দরকার রোহিতের মত এক অভিজ্ঞতার পাহাড়কে। যদিও আগের প্রেস কনফারেন্সেই রবি শাস্ত্রী জানিয়েছেন রোহিতের মানসিকতা এবং ফিটনেস পরীক্ষা করে তবেই মাঠে নামার সুযোগ দেয়া হবে তাকে। তবে রোহিত দলে থাকলে ভারতীয় ব্যাটিং সমস্যার অনেকটা সমাধান হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।