দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকে আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি। গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয় পেয়েছে এফসি গোয়া। জামশেদপুরের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন ঈগর অ্যাঙ্গুলো। আজ জিততে পারলে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে আসার সুযোগ ছিল তাদের সামনে। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে অস্বস্তিতে ছিল হায়দরাবাদ। গত তিন ম্যাচে ৬ গোল হজম করায় প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন সুব্রত পাল।
ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছিল হায়দরাবাদ। তার মাঝেই কিছু মিসপাস ধরে আক্রমণে উঠে আসার চেষ্টা করছিল গোয়া। গোটা প্রথমার্ধ জুড়ে চিত্রটা ছিল একইরকম। মাঝমাঠে দুই দলই সময়ে সময়ে বেশ কিছু মিসপাস করে। প্রথমার্ধে দুই দলের গোলকিপারকেই বলতে গেলে তেমন কোনও পরীক্ষার মুখোমুখি পড়তে হয়নি। প্রথমার্ধের একদম শেষ লগ্নে ব্রেন্ডনের দুর্দান্ত ক্রস থেকে ঈগর অ্যাঙ্গুলোর হেড অল্পের জন্য বাইরে যায়। শেষপর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ০-০ ফলেই।
দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয় একইরকমভাবে। হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে মাঝমাঠে। তার মধ্যেও ৫৩ মিনিটে হোলিচরন নার্জরির দুর্দান্ত পাস থেকে ম্যাচের সেরা সুযোগটা মিস করেন জোয়াও ভিক্টর। তবে গোলের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হায়দরাবাদকে। আশীষ রাইয়ের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্টানা। ৬১ মিনিটে ফের তার একটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফেরে। গোল খাওয়ার পর শরীরী ভাষাই বদলে যায় হায়দরাবাদের। ৬৯ মিনিটে গোয়াকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অর্তিজ। শেষপর্যন্ত ৮৪ মিনিটে এডু বেদিয়ার ক্রস থেকে গোয়ার হয়ে হেডে গোল করে সমতা ফেরান সুপার সাব তরুণ ফুটবলার ঈশান পন্ডিতা। বিপজ্জনক দেখাতে থাকে গোয়াকে। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত ইনসাইড করে অসাধারণ গোলে গোয়াকে ফের এগিয়ে দেন সেই ঈগর অ্যাঙ্গুলো। এরপর হায়দরাবাদ চেষ্টা করেছিল। কিন্তু সময় হাতে ছিল না বেশি। ম্যাচের একদম শেষ লগ্নে শাস্ত্রের শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়। শেষপর্যন্ত নাটকীয় ম্যাচ ২-১ গোলে জিতে নেয় এফসি গোয়া।