দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ স্প্যানিশ লা লিগায় বছরে নিজেদের শেষ ম্যাচে এইবারের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সালোনা। তবে সেটাই একমাত্র বাজে খবর নয়। স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী চলতি মরশুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুটিনহো-কে আর পাবে না কাতালান জায়ান্ট-রা। এমনিতেই দল খুব একটা ভালো ছন্দে নেই। তার মধ্যে দলের অন্যতম সেরা ব্রাজিলিয়ান তারকার চোট চিন্তার ভাঁজ বাড়ালো রোনাল্ড কোম্যানের কপালে।
গত মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন কুটিনহো। বায়ার্নে এক বছরের লোন পিরিয়ড কাটিয়ে ফেরার পর নিজের পারফরম্যান্স দিয়ে বার্সার একাদশে নিজেকে নিয়মিত করে তুলেছিলেন ব্রাজিলিয়ান মিডিও। কিন্তু হঠাৎ করেই মরশুম শুরুর অল্প কয়েকদিনের মধ্যে চোটের কবলে পড়েন তিনি। চোট সারিয়ে যখন নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন তখনই ফের ইনজুরির শিকার হলেন তিনি। চোটের পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তাকে অপারেশন টেবিলে যেতে হবে। বাঁ পায়ের চোটে তাকে অন্তত ৪ মাসের মত সময় মাঠের বাইরে থাকতে হবে।
লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, চলতি মরশুমটা বার্সার ভালো ভাবে শুরু হয়নি। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছে বার্সালোনা। দলে মেসি ছাড়া আর কেউই খুব একটা ভালো ফর্মে নেই। আর মেসিও রয়েছেন নিজের সেরা ফর্মের থেকে কয়েক যোজন দূরে। তাই এবারের লা লিগা জয় কঠিন হবে বলে মনে করছে বার্সালোনা কোচ কোম্যান। তার মতে এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদই লা লিগা জয়ের জন্য সবচেয়ে ভালো জায়গায় রয়েছে। কারণ তারা গোল করার সাথে সাথে খুব কম গোল হজম করে থাকেন। তারা নিজেরা যে বেশ খানিকটা পিছিয়ে তা মেনে নিচ্ছেন ডাচ ম্যানেজার।