দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বছরের শেষ ম্যাচে এলচের মতো দুর্বল দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলো রিয়াল মাদ্রিদ। কালকে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে নিজেদের ওপরই চাপ বাড়ালো জিদানের ছেলেরা। এই মুহূর্তে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাকি দুই ম্যাচে জিতলে রিয়ালের থেকে ৮ পয়েন্টে এগিয়ে যাবেন লুইস সুয়ারেজ-রা।
কাল রাতে লুকা মদ্রিচের গোলে ২০ মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল। চলতি মরশুমে এটি ছিল ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের তৃতীয় লিগ গোল। ফ্রি ফ্লোয়িং মাদ্রিদ আক্রমণ-কে যথেষ্ট বিপজ্জনক দেখালেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বেনজেমা-রা। কিন্তু দ্বিতীয়ার্ধে কার্ভাহালের ভুলে পেনাল্টি পায় এলচে। পেনাল্টি রিয়ালের হয়ে নিজের ১০০ তম ম্যাচ খেলতে নামা গোলকিপার কুর্তুয়া-কে পরাস্ত করে সমতা ফেরাতে ভুল করেননি ফিদেল। এরপর অনেক আক্রমণ করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় জিদানের ছেলেরা। একবার মার্সেলোর শট পোস্টেও লেগে ফেরে, কিন্তু লাভ হয়নি। বরং কয়েকটি ভালো সেভ করে রিয়ালকে পতনের হাত থেকে বাঁচান কুর্তুয়া।
কাল ৩২ দিন পর মাঠে ফিরেছিলেন ইডেন হ্যাজার্ড। তাকে মোটামুটি ফর্মে দেখিয়েছে। অফফর্মের জন্য চলতি মরশুমে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো মার্সেলোও কাল যথেষ্ট ভালো খেলেছেন। তাও পয়েন্ট নষ্ট করতে হওয়ায় হতাশ জিদান। যদিও এখনই খেতাবের আশা ছাড়ছেন না তিনি। এখনও তাদের ২২ টি ম্যাচ খেলা বাকি। নতুন বছরে নিজেদের ফর্মের উন্নতি ঘটলে লিগের চেহারা বদলে যাবে, মত ফ্রেঞ্চ কোচের।