দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন উমেশ যাদব। বক্সিং ডে টেস্ট দ্বিতীয় ইনিংসে বল করার সময় কাপ মাসেলে চোট পান তিনি। তারপর থেকেই আর ম্যাচে ফিরতে পারেননি উমেশ। মোটামুটি একথা অনেকটাই স্পষ্ট ছিল যে চোটের কারণে তৃতীয় টেস্টে নামা হচ্ছে না ভারতীয় এই জোরে বোলারের। তার বদলে ইতিমধ্যেই পরিবর্ত হিসেবে নবদীপ সাইনি এবং টি নটরাজনের নাম সামনেও এসেছিল। তবে এবারের খবর আরো দুর্ভাগ্যজনক। শুধু সিডনি টেস্ট নয় এই টেস্ট সিরিজে আর দেখা যাবে না উমেশ যাদবকে।
অস্ট্রেলিয়ার মাটিতে চোট-আঘাতে ভুগছে দুই দলই। অজি শিবির যেমন সিরিজ শুরুর আগেই মিনি হাসপাতালে পরিণত হয়েছিল তেমনি সিরিজ শুরু হবার পর থেকেই চোট আঘাতে জর্জরিত ভারতও। প্রথম গোলাপি বলের টেস্ট ব্যাটিং করার সময় বল এসে আছড়ে পড়ে মোহাম্মদ শামির কনুইয়ে। আর তারপরেই বাকি টেস্ট সিরিজ থেকে রুলড আউট হয়ে যান তিনি। একইসঙ্গে পিতৃত্ব কালীন ছুটি নিয়ে ভারতে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলিও। ফলতো যথেষ্ট চাপে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু রাহানের দুর্দান্ত ব্যাটিং, জাদেজার অলরাউন্ড পারফরমেন্স মোহাম্মদ সিরাজ, অশ্বিন এবং বুমরাহদের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ৮ উইকেটে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যথেষ্ট ভালো বোলিং করেছিলেন উমেশ যাদবও।
কিন্তু দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভার বল করার সময়েই কাপ মাসেলে চোট পেয়ে ফিরে যেতে হয় তাকে। যদিও তার অভাব বুঝতে দেননি সিরাজ এবং বুমরাহ। কিন্তু একথা ঠিক যে তার অভিজ্ঞতা পরবর্তী টেস্ট গুলিতে যথেষ্ট কাজে লাগত ভারতের। তবে এখন আর তা হবার নয়। ভারতীয় শিবির এতদিন মুখ না খুললেও এখন তারা একথা স্পষ্ট করে দিল যে উমেশের চোট বেশ গুরুতর। আর সেই কারণেই এই সিরিজে অন্তত ম্যাচে ফিরতে পারবেন না তিনি। এখন ভারতের কাছে অপশন বলতে রয়েছেন শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি এবং নটরাজন।
ইতিমধ্যে সূত্র মারফত এও জানা গেছে যে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হতে পারেন নটরাজন। বিশেষত বাঁহাতি বোলার হিসেবে ভারতীয় বোলিং লাইন আপে বেশ কিছুটা বৈচিত্র্য যোগ করতে পারবেন তিনি। সাথে সাথে ফুটমার্কস তৈরি করতে পারবেন রবীচন্দ্রন অশ্বিন এবং জাদেজার জন্য। যার সুবিধা তুলে নিতে পারবেন ভারতীয় স্পিনাররা। তবে এখনো কোনো স্পষ্ট খবর আসেনি। তাই সিডনিতে তৃতীয় টেস্টে তাকে সুযোগ দেয় ভারত সেদিকে নজর থাকবে সকলেরই।