দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নভেম্বর মাস থেকেই বিরাট কোহলির রয়েছেন অস্ট্রেলিয়ায়। ভারত অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেটে শুধু বলই গড়ায়নি হয়েছে অবাধ দর্শকও। উত্তেজক সিরিজের আনন্দ নিতে মাঠে হাজির হয়েছে উপচে পড়া ভিড়। কিন্তু ছেলেদের ক্রিকেট যখন করোণা আবহের পর ঘুরে দাঁড়িয়েছে। মহিলা ক্রিকেটে জট তখনও কাটছে না। ২০২০ সালের বিশ্বকাপেই শেষবার নীল জার্সিতে মাঠে দেখা গিয়েছিল ঝুলনদের। তারপর মেয়েদের আইপিএল হয়েছে ঠিকই কিন্তু ভারতীয় জার্সিতে আর দেখা যায়নি স্মৃতি মান্ধানা, মিতালি রাজ কিম্বা ঝুলন গোস্বামী দের। কোভিড আবহের কথা মাথায় রেখে পিছিয়ে গেছে একের পর এক সিরিজ।
যদিও আগামী মরসুম পর্যন্ত পিছিয়ে যাওয়া অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। হয়তো বাক্সবন্দী নীল জার্সি আবার একবার গায়ে তোলার সুযোগ হবে ভারতীয় মহিলা ক্রিকেটারদের। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নিক হিকলি বলেন,”আগামী মরসুমে অবশ্যই উত্তেজক সিরিজ হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। আশা রাখি সমর্থকদের জন্য দারুণ এক লড়াই হবে।”
২০২০ সালে কোভিড প্যানডেমিকের পর আর মাঠে নামতে পারেননি ঝুলনরা। তাই মাঠে প্রত্যাবর্তন করতে এখন মুখিয়ে রয়েছে সকলেই। অপেক্ষা শুধু বোর্ড প্রশাসকদের সবুজ সংকেতের। করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই ঝুলন, মিতালিদের সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। উত্তর সিডনিতে আবারও আছড়ে পড়েছে করোনার ঢেউ। যদিও ছেলেদের ক্রিকেটে এর কোনো প্রভাব থাকবে না বলেই জানিয়েছে বোর্ড। কারণ তৃতীয় টেস্ট সিডনিতেই হচ্ছে। এখন ভারতীয় মেয়েদের সফর নিয়ে সিদ্ধান্ত কি হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।