দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা ভাইরাসের নতুন স্টেইনের কারণে থাইল্যান্ডের দুটি সুপার ইভেন্টে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হলো সাইনা এবং সিন্ধুর ক্ষেত্রে। নতুন বছর শুরু হতে অনেকেই ভেবেছিলেন হয়তো আস্তে আস্তে কেটে যাবে করোনার জের। খেলোয়াড়রা আবার আগের মতোই ফিরতে পারবেন নিজেদের সবুজ ময়দানে। কিন্তু বছর শেষ হতে না হতেই আজকে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই স্ট্রেইন নাকি আগের থেকেও শক্তিশালী এবং সংক্রামক। আর সেই কারণেই এবার ভারতীয় দুই ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং সাইনার থাইল্যান্ডের সুপার ইভেন্টে যোগ দেওয়া নিয়ে তৈরি হলো সংশয়।
আগামী বছরের জানুয়ারিতেই থাইল্যন্ডে সুপার ১০০০ ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে এই দুই তারকার। এদিকে নতুন করোনা ভাইরাসের সংক্রমণের খবর মেলায় ৪ জানুয়ারি অবধি সমস্ত ক্রিড়া এবং বিনোদনমূলক কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। প্রতিযোগিতা থেকে আগেই নিজেদের নাম তুলে নিয়েছে চিনও। যদিও এখনো পর্যন্ত প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নেয়নি আয়োজনকারী সংস্থা। কিন্তু সিন্ধু বর্তমানে রয়েছেন ব্রিটেনে। আর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সেখানেই তাই আপাতত ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বিভিন্ন দেশ। তাই সিন্ধুর ফেরা নিয়েও যথেষ্ট জটিলতা তৈরি হয়েছে।
ভারতীয় অন্যান্য খেলোয়ারদের সমস্যা ও কম নয়। হায়দ্রাবাদের এক বিমানসংস্থার হাত ধরে দিল্লি হয়ে ব্যাংককে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু আপাতত থাইল্যান্ডগামী সমস্ত বিমান বাতিল করেছে সেই সংস্থা। দলের অন্যতম খেলোয়াড় লক্ষ্য সেন যিনি এভাবেই ব্যাংককে পৌঁছানোর পরিকল্পনা করছিলেন। এই জটিলতার ফলে সমস্যায় পড়েছেন তিনিও। অন্যদিকে সাইনার ক্ষেত্রে সমস্যা অবশ্য পৌঁছানো নিয়ে নয় বরং টুর্নামেন্টের ড্র নিয়ে। দুটি সুপার মাস্টার্সের প্রথম রাউন্ডেই তাকে খেলতে হবে বিশ্বের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নোজেমি ওকুহারা ও রাতচানক ইন্টাননের বিরুদ্ধে। এখন শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায় সে দিকে লক্ষ্য থাকবে সকলের।