দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি সুপারস্টার স্টিভ স্মিথকে পিছনে ফেলে টেস্ট ব্যাটসম্যানদের তালিকা আইসিসির বিচারে শীর্ষস্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন। বছরের শেষ দিনে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দেখা গেল এমনই ছবি। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত ১২৯ রানের ইনিংস খেলে দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন উইলিয়ামসন। মূলত তার শতরানের সৌজন্যেই প্রথম ইনিংসেই বড় রানের লিড তুলে নিয়েছিল নিউজিল্যান্ড দল।
তার প্রভাব পরল আইসিসি টেস্ট র্যাঙ্কিং তালিকাতেও। ৮৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে উঠে এলেন কেন উয়িলিয়ামসন। কিউয়ি অধিনায়কের পরেই অবশ্য রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আপাতত তার সংগ্রহ ৮৭৯ পয়েন্ট। তবে আপাতত ভারত অস্ট্রেলিয়া সফর চলাকালীন এই তালিকায় আরও বেশ কিছু পরিবর্তন নিশ্চিত হবে। কারণ মাত্র দু পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুরন্ত সেঞ্চুরির পর ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক অজিঙ্কা রাহানে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান তারকা লাবুশানে। পঞ্চম স্থান দখল করেছেন পাকিস্তানের বাবর আজম।
বিরাট কোহলি ছাড়া ভারতীয় হিসেবে প্রথম দশে রয়েছেন চেতেশ্বর পুজারাও। বোলারদের তালিকায় অবশ্য আপাতভাবে কোনো পরিবর্তন ঘটেনি। এখনো শ্রেষ্ঠ স্থান দখল করে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। প্রথম দশে ভারতীয় বোলারদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন এবং নবম স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। অলরাউন্ডার তালিকায় অবশ্য গতদিনের দুরন্ত ইনিংসের পর তৃতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা। টেস্ট ক্রিকেটে সেরা দলের তালিকায় এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থান দখল করেছে ভারত।