দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বছর শেষে বিপর্যস্ত ক্রোয়েশিয়া। গত মঙ্গলবার অর্থাৎ, ২৯ ডিসেম্বর বড়সড় ভূমিকম্পে বিপর্যয় নেমে এসেছে গত ফুটবল বিশ্বকাপে প্রথমবার ফাইনালে পৌঁছনো দেশে। এখনও অবধি ১০ জনের মৃত্যুর এবং অসংখ্য মানুষের আহত হওয়ার খবর এসেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রোয়েশিয়ার পেট্রিনজা শহর। পেট্রিনজা শহরের অর্ধেক ভয়াবহ ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছে বলে সেই দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে।
দেশের এমন ভয়ানক বিপর্যয়ে এগিয়ে এলেন ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার ডেজান লভরেন। ভূমিকম্পে দুর্গতদের আশ্রয়স্থল হিসেবে নোভালজায় নিজের হোটেলের গেট খুলে দিয়েছেন জেনিট সেন্ট পিটার্সবার্গের ডিফেন্ডার। একসময় লিভারপুলের প্রথম দলে নিয়মিত সুযোগ পাওয়া ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর হোটেলকে ভূমিকম্প দুর্গতদের অস্থায়ী শিবির বানানোর কথা ঘোষণা করেছেন।
ডেজান তার সোশ্যাল মিডিয়াতে পেট্রিনজার নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, যে তার মালিকানাধীন হোটেলে ভূমিকম্পে বিপদগ্রস্থ ১৬টি পরিবারের থাকার বন্দোবস্ত করেছেন। যদি কেউ অস্থায়ীভাবে তার হোটেলে থাকতে চান, তাহলে অবশ্যই যেন হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। অবশ্য লভরেন একা নন, জাতীয় দলের কয়েকজন সতীর্থও দেশের এই বিপর্যয়ে সাহায্য করছেন। লভরেনের সাথে সাথে এই কাজে এগিয়ে এসেছেন চেলসি মিডফিল্ডার মাতিও কোভাসিচ-ও।