24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    অনুশীলনে নেমেই দুরন্ত ক্যাচ রোহিত শর্মার, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শেষ হয়েছে ১৪ দিনের কঠিন কোয়ারেন্টাইন। ভারতবর্ষ থেকে বিমানে ওঠার আগেই তিনি জানিয়েছিলেন অস্ট্রেলিয়ায় পৌঁছে মাঠে নামতে মরিয়া তিনি। কিন্তু একদিকে চোট অন্যদিকে কোয়ারেন্টাইনের কোভিড বিধি। সুতরাং মনের ইচ্ছা পূর্ণ করা সহজ ছিল না ভারতীয় তারকা রোহিত শর্মার পক্ষে। সিডনিতে কোয়ারেন্টাইন চলাকালীনও ছিল বেশ কিছু জল্পনা। বিশেষত উত্তর সিডনিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রথম দুই টেস্ট তো বটেই এমনকি তৃতীয় টেস্ট থেকেও বাদ পড়ার সম্ভাবনা ছিল রোহিতের। কিন্তু আপাতত সেইসব অতীত। গতকালই দলের সাথে যোগ দিয়েছেন এই মুম্বাই তারকা। তৃতীয় টেস্টের দলে থাকার সম্ভাবনাই বেশি, তবে কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়েছিলেন ফিটনেস পরীক্ষা এবং মানসিক পরিস্থিতি পরীক্ষা করার পরেই মাঠে নামার অনুমতি পাবেন রোহিত।

    আজ সেই লক্ষ্যেই অনুশীলন নেমে পড়লেন হিটম্যান। আর চোট সারিয়ে ফিরেই দুরন্ত বাজের গতিতে ক্যাচ ধরে জানিয়ে দিলেন মনে মনে মাঠে নামার জন্য কতটা প্রস্তুত হচ্ছিলেন তিনি। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে রোহিতের এই অসাধারণ ক্যাচের ছবি শেয়ার করেছি বিসিসিআই। যার ক্যাপশনে লেখা, “সবে তো ইঞ্জিন চলতে শুরু করেছে। আগামী দিনে কি দেখা যাবে তার একঝলক রইল এখানে।”

    প্র্যাকটিসের এ ধরনের ছবি দেখে মনে হচ্ছে সিডনিতে রোহিতের নামা একপ্রকার পাকা। যথাযথ ম্যাচ প্র্যাকটিস পাওয়ার সম্ভাবনা নেই ঠিকই। আর সেই কারণেই প্রতিটি অনুশীলন এবং নেট সেশনে আরো বেশি জোর দিচ্ছেন রোহিত। এতদিন পর প্রতিযোগিতামূলক খেলায় নামা মোটেই সহজ নয়। আইপিএলের ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। তারপর থেকে এনসিএতেই কাটাতে হয়েছে হিটম্যানকে। এখন হয়তো সর্মথকরা আরেকবার তার ঝলক দেখতে চলেছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তবে তার এখনো দেরী বেশ কিছুদিন। কিন্তু সমর্থকদের মধ্যে রোহিতকে নিয়ে উচ্ছ্বাস যে একটুও কমেনি, তা বুঝা গেল এই ছবি প্রকাশ হতেই। ছবি প্রকাশিত হতেই দ্রুততা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...