দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ক্লাব ক্যারিয়ারে একজন ফুটবলারের পক্ষে যে সমস্ত বড় ট্রফি জেতা সম্ভব, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ, জাতীয় লিগ, ক্লাব বিশ্বকাপ, সেই সবই জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে একজন ফুটবলারের পক্ষে যতগুলি ব্যক্তিগত বড় মাপের সম্মান অর্জন সম্ভব, দু একটি বাদে সেই সকল পুরষ্কারও জিতেছেন সিআরসেভেন। জাতীয় দলের অধিনায়ক হিসাবে ইউরো এবং নেশনস লিগের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা জিতে দেশকে সম্মানিত করেছেন তিনি। কারণ এর আগে পর্তুগাল কোনওদিন কোনও মেজর ট্রফি জেতেনি। কিন্তু লিওনেল মেসির মতোই বিশ্বকাপটা এখনো অধরাই থেকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর এখন তার সবচেয়ে বড় স্বপ্ন দেশের হয়ে সেই প্রতিযোগিতা জিতে দেশকে সবচেয়ে বড় গর্বের মুখোমুখি দাঁড় করানো।
এখনও পর্যন্ত দেশ এবং ক্লাব মিলিয়ে রোনাল্ডো যে কটি প্রতিযোগিতায় নেমেছেন, তার মধ্যে চারটি বাদে সকল প্রতিযোগিতাতাতেই তিনি জয়ের স্বাদ পেয়েছেন অন্তত একবার। ক্লাবের হয়ে রোনাল্ডো জিততে পারেননি পর্তুগিজ লিগ এবং কোপা ইতালিয়া। পর্তুগিজ লিগ আর জেতার সুযোগ পাবেন না তিনি, কিন্তু চলতি বছরে কোপা ইতালিয়া জেতার চেষ্টা তিনি করতেই পারেন। অপরদিকে দেশের হয়ে রোনাল্ডোর কাছে অধরা থেকেছে কনফেডারেশন কাপ এবং বিশ্বকাপ। কনফেডারেশন কাপ জেতার সুযোগ আর হয়তো পাবেন না ক্রিশ্চিয়ানো, কিন্তু দু বছর পর কাতারের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর একটা শেষ সুযোগ পেতে পারেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু পর্তুগালের কি বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে? সদ্য শতাব্দীর সেরা ফুটবলারের তকমা পাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু আশাবাদী। তার মতে তারুণ্য এবং অভিজ্ঞতার সুন্দর মিশেল রয়েছে বর্তমান পর্তুগাল দলে। তাই প্রতিপক্ষ যদি তাদের হালকাভাবে নেয়, তাহলে পস্তাতে হতে পারে।
২০২২ বিশ্বকাপের সময় ক্রিশ্চিয়ানোর বয়স গিয়ে দাঁড়াবে ৩৭-এ। ওই বয়সে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখা খুবই কঠিন। কিন্তু বরাবরই ফিটনেস সচেতন রোনাল্ডো চোট-আঘাত মুক্ত থাকলে আরও একবার দ্য গ্রেটেস্ট শ্যো অন আর্থে নিজের জাদু দেখাতেই পারেন। চোখের সামনে উদাহরণ হিসেবে তিনি দেখতে পারেন, জুভেন্তাসে তার এক সময়ের সতীর্থ মারিও মানজুকিচের দিকে যিনি ৩৭ বছর বয়সী হয়েও ক্রোয়েশিয়ার ২০১৮ বিশ্বকাপের ফাইনালে যাওয়া দলের অপরিহার্য অঙ্গ ছিলেন। রোনাল্ডো ভক্তরাও চাইবেন একবার শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে জ্বলে উঠুক সিআরসেভেন এবং নিজের দেশকে জিতিয়ে দিক বহুকাঙ্খিত বিশ্বকাপ ট্রফি।