দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০২০ এর শেষে আরও একবার ইন্দ্রপতন! ভারতের হয়ে বিশ্বকাপ ও অলিম্পিকে পদক জয়ী হকি খেলোয়াড় মাইকেল কিনডো গতকালই হয়েছেন প্রয়াত। ২০২০-এর একদম শেষ লগ্নে ফের বিষণ্ণতার সুর বাজিয়ে বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করলেন কিংবদন্তি হকি খেলোয়াড়। ওড়িশা স্পোর্টসের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩।
নিজের জীবনের বেশিরভাগ সময়ই ফুল ব্যাক পজিশনে খেলেছেন মাইকেল কিনডো। মালেশিয়ার কুয়ালালমপুরে ১৯৭৫ সালে হওয়া হকি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টুর্নামেন্টের ফাইনালে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল ভারত। ১৯৭২ সালে জার্মানির মিউনিখে হওয়া অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলেরও এক অন্যতম সদস্য ছিলেন কিনডো।
মাইকেল কিনডোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছ হকি ইন্ডিয়া। ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা দেশের প্রাক্তন এই হকি তারকা দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতার শিকার হয়েছিলেন। তার পরিবার সূত্রে খবর গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন তারকা। ১৯৭৫ সালের হকি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যের শূন্যতা পূরণ হওয়া সম্ভব নয় বলে টুইটে লিখেছে হকি ইন্ডিয়া। দেশের প্রথম আদিবাসী হিসেবে বিদেশে ভারতীয় পতাকা তুলে ধরা কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেছে ওড়িশা স্পোর্টসও।