The Calcutta Mirror Desk, Pallab : মধুর প্রতিশোধ নিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় আইএসএলের শেষ হোম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল জোসে মোলিনার ছেলেরা। এদিন বরিস সিংয়ের করা আত্মঘাতী গোলে দল এগিয়ে গেলেও পরবর্তীতে গোল করে যান গ্ৰেগ স্টুয়ার্ট। যারফলে জয়ের ধারা অব্যাহত রেখেই দ্বিতীয়বারের মতো লিগ শিল্ড ঘরে তুলল সবুজ-মেরুন।