দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই চাপে পড়ে গেল ভারতীয় দল। জৈব সুরক্ষা বলয় ভঙ্গের কারণে পৃথ্বী শ, রোহিত শর্মা, পান্থ, সাইনি এবং গিলদের সেল্ফ আইসোলেশনে পাঠালো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দুদিন আগে হঠাৎই জানা যায় জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গ করে এক ইনডোর রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন ভারতীয় দলের বিশিষ্ট খেলোয়াড়রা। যাদের মধ্যে উপস্থিত ছিলেন রোহিত, পৃথ্বী, পান্থ, সাইনি এবং গিল। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সময় ভারতীয় দলের খেলোয়াড়দের বিল মিটিয়ে দেন এক ভারতীয় সমর্থক।
স্বাভাবিকভাবেই বারণ করেন রোহিত শর্মার। কিন্তু ভদ্রলোক কথা শোনেনি। সেই সমর্থকের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী এদিন শুধু খাওয়া-দাওয়া নয়, শেষে এই সমর্থককে আলিঙ্গনও করেন ঋষভ পান্থ। আজ এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের প্রত্যেককেই আপাতত সেল্ফ আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।
স্বাভাবিকভাবেই আজকের এই ঘটনার পর যথেষ্ট চাপে পড়তে পারে ভারতীয় দল। তৃতীয় টেস্টে এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে অন্তত তিনজনই হতে চলেছিলেন ভারতের প্রথম একাদশে সদস্য। বিশেষত কোয়ারেন্টাইনের নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি রোহিত। এখন যদি এই ছোট্ট ভুলের কারণে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়ে যান এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তাহলে নিশ্চয়ই তার জন্য খুব সুখকর সংবাদ হবে না। অন্যদিকে পান্ত এবং গিলের মতো দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারালে যথেষ্ট সমস্যা হতে পারে ভারতীয় শিবিরেরও। শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।