দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টমাস টুচেলকে বরখাস্ত করার গড়ায়নি একটি সপ্তাহও। এর মধ্যেই গতকাল অফিসিয়াল ভাবে ক্লাবের নতুন কোচের নাম জানায় পিএসজি ম্যানেজমেন্ট। প্রাক্তন টট্যেনহ্যাম হটস্পার্স কোচ মৌরিসিও পচেত্তিনোর হাতেই থাকতে চলেছে পিএসজির দায়িত্ব। টমাস টুচেলকে বরখাস্ত করার ঘোষণার পরেই অনেকে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, পচেত্তিনোই হচ্ছেন পিএসজির নতুন কোচ।
শনিবারই ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। ভারতীয় সময় রাত ন-টার দিকে পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় পিএসজি। ঘোষণা হওয়ার পর তাৎক্ষনিক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, “আমি সত্যিই আনন্দিত পিএসজির নতুন কোচ হতে পেরে। আমাকে বিশ্বাস করার জন্য আমি ক্লাবের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।”
ফুটবল ভক্তদের মধ্যে অনেকেই জানেন যে একসময় এই ক্লাবের জার্সি গায়ে মাঠেও নেমেছিলেন পচেত্তিনো। তাই ক্লাবটির প্রতি তার হৃদয়ের বিশেষ স্থানে রয়েছে। এই ক্লাবের সঙ্গে তার অনেক বিশেষ মুহূর্ত রয়েছে বলে তিনি জানান। ক্লাবে একাধিক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন যাদের সাথে কাজ করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন।