দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সারা ভারত আজও তাকে কি ভীষণ ভালোবাসে তা আরেকবার প্রমান হয়ে গেল কাল। আকস্মিক বুকের ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কাল ভর্তি হতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকদের মতানুযায়ী মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। সমস্যা রয়েছে হৃদযন্ত্রের তিনটি আটারিতেই। এই খবর ছড়িয়ে পড়তেই দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করে আরোগ্য বার্তা। ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে, হরভজন সিং, যুবরাজ সিং, গৌতম গম্ভীর মোহাম্মদ কাইফ, বীরেন্দ্র সেওয়াগ প্রমূখ সতীর্থ খেলোয়াড়রা তো বটেই অজিঙ্কা রাহানে, বিরাট কোহলিরাও ভগবানের কাছে প্রার্থনা করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা।
হাসপাতালে সৌরভকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারকে ফোন করে খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। খবর শুনে চমকিত হয়েছিলেন তার একসময়ের ওপেনিং পার্টনার তথা সতীর্থ শচীন টেন্ডুলকারও। প্রথমেই টুইটে তিনি লেখেন,”তোমার অসুস্থতার খবর পেয়ে চমকিত হলাম। দিনে দিনে তুমি আরো শক্তিশালী হয়ে ওঠে। তাড়াতাড়ি সুস্থ হও দাদা।”
তবে শুধু টুইট করেই থেমে থাকতে পারেননি লিটল মাস্টার। অনূর্ধ্ব ১৫ ক্রিকেট থেকেই একে অপরকে চেনেন শচীন-সৌরভ। সেখান থেকেই একই সাথে নীল জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্ন দেখাও। তাই দাদার অসুস্থতার খবর শুনে আর থেমে থাকতে পারেনি তিনি। টুইট করে আরোগ্য বার্তা জানানোর পরেই যখন তিনি খবর পান দাদা একটু সুস্থ। ফোন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে কথাও হয় তার। শুধু শচীন নয় ফোন করে সৌরভের সুস্থতার খবর নেন সুরেলা শিল্পী লতা মঙ্গেসকারও।এদিন সৌরভের সাথে দেখা করতে আসেন পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায়রাও। দুজনেই এক বাক্যে জানিয়েছেন সৌরভের মতো দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা খুব কমই দেখা যায়। তাই আবারও দুরন্ত কামব্যাক করবেন তিনি।