দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গোড়ালির চোট থাকায় বছরের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে পয়েন্ট নষ্টটা সাইডলাইন থেকে দেখতে হয়েছিল লিওনেল মেসিকে। কিন্তু নতুন বছরের প্রথম ম্যাচে হুয়েস্কার বিপক্ষে একাদশে ফিরলেন লিওনেল মেসি এবং জয়ে ফিরল বার্সাও। নিজে গোল করতে না পারলেও ফ্রাঙ্কি ডি জং-কে দিয়ে গোলটা করিয়ে জয়ে বড় অবদানই রেখেছেন মেসি।
মেসির কালকের রাতে ছুঁয়েছেন মাইলফলক। বার্সেলোনার হয়ে ৭৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই সঙ্গে লা লিগায় ছিল মেসির ৫০০ তম ম্যাচ। শুরু থেকেই গুছিয়ে খেলছিল বার্সা, তবে মেসি শুরুতে একটা সুযোগ হাস্যকর ভাবে নষ্ট করেছিলেন। ম্যাচের ৮ মিনিটে বক্সে আসা একটি বলে বাঁ পায়ে ভলি মারেন তিনি। ভলিটা ডান পায়ে মারা উচিত ছিল, কারণ ওই জায়গা থেকে বাঁ গায়ে গোল করা কার্যত মেসির মতো সর্বোচ্চ মানের ফুটবলারের কাছেও অসম্ভব ছিল। ২৭ মিনিটে অবশ্য মেসির পাস থেকেই গোলটা পেয়ে যায় বার্সা। দ্বিতীয় পোস্টে দারুণ একটা ক্রস রেখেছিলেন মেসি। ভলি করে বলটা জালে জড়িয়ে দেন ডি জং। প্রথমার্ধে আরও সুযোগ পেয়েছিল বার্সা, কিন্তু কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে হুয়েস্কা একটু আক্রমণে ফেরার চেষ্টা করে। রাফা মিরের ব্যাকহিল দুর্দান্তভাবে গোল হওয়া থেকে বাঁচান টার স্টেগেন শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন। তাই আর কোনো গোল পাওয়া হয়নি বার্সার। এই জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো বার্সা। কালই আলাভেসকে ২-১ গোলে হারিয়ে আবার টেবিলের শীর্ষে উঠে গেছে অ্যাটলেটিকো, এক ম্যাচ কম খেলে বার্সার সঙ্গে তাদের ব্যবধান ১০ পয়েন্ট।