দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ তৃতীয় টেস্টে সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। আবহাওয়ার পূর্বাভাসকে মান্যতা দিয়েই আজ বৃষ্টি বেশ কিছুটা বিঘ্ন ঘটায় ভারতের প্রথম দিনে। তবে টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে অবশ্য সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ মনে হয়নি তাদের জন্য। কারণ চোট সারিয়ে দলে ফিরলেও তেমন একটা প্রভাব ফেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। মাত্র ৫ রান করেই সিরাজের বলে স্লিপে পূজারার তালুবন্দি হন তিনি। তবে নিজের অভিষেক ম্যাচেই আজ দুরন্ত ব্যাটিং করেন উইল পুকোভস্কি।
লাবুশানের সঙ্গে জুটি বেঁধে আজ দুরন্ত ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। প্রথম ম্যাচেই স্নায়ুর চাপকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডিফেন্সের ওপর যেভাবে ভরসা দেখান তিনি তা ছিল সত্যিই অনবদ্য। যদিওনিজের ইনিংসে দুবার জীবন দান পেয়েছিলেন পুকোভস্কি, কিন্তু তার ফায়দা তুলতে আজ একটুও ভুল করেননি তিনি। চা পান বিরতির ঠিক আগেই মাত্র ৯৭ বলে চারটি বাউন্ডারি সাহায্যে নিজের দুর্দান্ত অর্ধশতক পূর্ণ করেন পুকোভস্কি। অন্যদিকে যথেষ্ট ভালো সঙ্গ দেন লাবুশানেও। তবে আজ ইনিংস বেশি বড় করার আগেই তাকে সাজঘরে ফিরিয়ে অভিষেক ম্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন সাইনি। তবে তার এই ৬২ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এ নিয়ে কোন সন্দেহ নেই।
আজ চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা স্টিভ স্মিথও ছিলেন অন্য মেজাজে। গত তিন ইনিংসে ভারতের বিরুদ্ধে সেভাবে রান পাননি তিনি। বিশেষত বারবার অশ্বিনের ঘূর্ণি জালে ধরা পরতে হয়েছে তাকে। কিন্তু আজ শুরু থেকেই স্মিথ ছিলেন ভীষণ আক্রমণাত্মক। বিশেষত রবীচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে আক্রমনি ছিল তার একমাত্র ভরসা। অন্যদিকে লাবুশানেও আজ মাঠে উইকেট ছুড়ে দিয়ে যাননি। মাত্র ১০৮ বলে হাফ ডজন বাউন্ডারি সাহায্যে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি। এমনিতেই সিডনির পিচ বেশ কিছুটা ব্যাটিং সহায়ক বলেই পরিচিত। তবে আজ তার ফায়দা তুলতে কোন ত্রুটি করেননি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। বিশেষত স্মিথের ব্যাটিংয়ে আজ পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। উমেশ, শামিদের মত বোলারকে হারানোর পর আজ এমনিতেই দুর্বল ছিল ভারতীয় বোলিং লাইন আপ। তবে সেই সুযোগ আজ সম্পূর্ণ কাজে লাগান এই দুই অজি তারকা। শেষ পর্যন্ত আজ দিনশেষে দুই উইকেটের বিনিময়ে ১৬৬ রানে পৌঁছালে অস্ট্রেলিয়া। আপাতত ৬৭ রানে অপরাজিত রয়েছেন লাবুশানে। অন্যপ্রান্তে স্মিথ ব্যাটিং করছেন ৩১ রানে।