দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ থেকে শুরু হচ্ছে আই লিগ। প্রথম দিনেই তিনটি ম্যাচ থাকছে। প্রথম দিনেই মাঠে নামছে মহামেডান স্পোর্টিং। তাদের প্রতিপক্ষ সুদেভা এফসি। প্রথম ম্যাচে নামার আগে চনমনে মহামেডান শিবির। তীর্থঙ্কর, অরিজিৎ বাগুই, নিখিল কদমরা মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য। গোলকিপার প্রিয়ন্ত সিং করোনা আক্রান্ত হওয়ায় তার বদলে খেলবেন ইস্টবেঙ্গল থেকে সাদা-কালো শিবিরে যোগ দেওয়া গোলকিপার রফিক আলী সর্দার।
কোচ হোসে হাভিয়ার দলের মাঝমাঠের অন্যতম ভরসা হতে চলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়কও সাদা কালো শিবিরের ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী। প্রথম থেকে মাঠে নামবেন রাফায়েল এবং কিংসলেও। তাদের প্রতিপক্ষ সুদেভা-তে রয়েছেন পিন্টু মাহাতো, কেন লুইসরা। তাই তাদেরকেও হালকা ভাবে নিচ্ছে না মহামেডান শিবির। আজ দুপুরে দুটোয় যুবভারতীতে মুখোমুখি হবে দুই পক্ষ।
আজকের বাকি ম্যাচগুলোতে মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি বনাম আইজল এফসি এবং গোকুলাম এফসি বনাম চেন্নাই সিটি এফসি। এর আগে জৈব সুরক্ষা বলয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশন আয়োজন করেছে আইএফএ। এবার তাদের সামনে চ্যালেঞ্জ সুষ্ঠ ভাবে আই লিগ আয়োজনের। জয়দীপ মুখার্জি জানিয়েছেন সমস্ত কিছু তৈরি আছে। কোনওরকম সমস্যার মুখোমুখি পড়তে হবে না বলেই ধারণা তাদের।