দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ চা পান বিরতির আগেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। গতকাল শুভমান গিলের দুর্দান্ত অর্ধশত রানের দৌলতের ৯৬ রানে দিন শেষ করেছিল ভারত। দুই উইকেট খাওয়ানোর পর আজ সকালে ভারতের ভরসা ছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং প্রাক্তন সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা। কিন্তু আজ মাত্র ২২ রানে শেষ হয়ে যায় রাহানের ইনিংস। চেতেশ্বর পুজারা সিরিজে তার প্রথম অর্ধশতরান পেলেও আজ আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটিং। হেজেলউড, স্টার্ক এবং কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একে তো ইনিংস শেষে ৯৪ রানের বড় লিডে পিছিয়ে ছিল ভারতীয় দল, তার ওপর ভারতের জন্য আরও খারাপ খবর হল কামিন্সের শর্ট বলে কনুইয়ে চোট পান পান্থ।
ফলে দ্বিতীয় ইনিংসে উইকেট কিপিংয়ের জন্য মাঠে আসতে হয় ঋদ্ধিমান সাহাকে। তবে মাঠে সেই দুরন্ত যোগদান রাখেন তিনি। সিরাজের বলে প্রথম ইনিংসে অর্ধশত রানকারী পুকোভস্কির ক্যাচ বাজের মতোই উড়ে তালুবন্দি করেন তিনি। তবে শুধু ঋষভ পান্থ নয়, আজ ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন জাদেজাও। দ্বিতীয় ইনিংসের শুরুতে মাঠে নামতে পারেননি তিনিও। প্রথম ইনিংসে তেমন রান না পেলেও দ্বিতীয় ইনিংসে বেশ দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছিল ওয়ার্নারকে। কিন্তু রবীচন্দ্রন অশ্বিনের আর্ম বল বুঝতে না পেরে তাকে আক্রমণ করতে যান তিনি। ফলস্বরূপ মাত্র ১৩ রানেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপর অস্ট্রেলিয়াকে বড় লিড পাইয়ে দেওয়ার দায়িত্ব গত ইনিংসের দুই নায়ক লাবুশানে এবং স্মিথের উপর। গত ইনিংসের মতো এই ইনিংসেও দুরন্ত ফর্মে ছিলেন দুজনেই। অসমতল বাউন্সের এই পিচেও আজ যেভাবে ব্যাট করেন লাবুশানে এবং স্মিথ তা ছিল সত্যিই অনবদ্য। তাদের পার্টনারশিপের সৌজন্যেই শুরুতেই ২ উইকেট খোয়ানোর ধাক্কা সামলে বড় লক্ষ্য নির্মাণের দিকে এগিয়ে চলে অস্ট্রেলিয়া। আপাতত আজকের দিন শেষে দুই উইকেটের বিনিময়ে ১০৩ রানে পৌঁছেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাদের হাতে রয়েছে ১৯৭ রানের লিড। মাত্র ৬৯ বলে ৬টি বাউন্ডারি দিয়ে সাজানো ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন লাবুশানে। অন্যদিকে তিনটি বাউন্ডারি সাহায্যে ৬৩ বলে ২৯ রান সংগ্রহ করে অপরাজিত রয়েছেন স্মিথ।