দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকালের পর আজও বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হল মোহাম্মদ সিরাজকে। একদিকে যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সাপোর্ট করতে খালি পায়ে মাঠে নেমে সকলের মনোযোগ আকর্ষণ করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্যদিকে তখনই সিডনিতে কয়েকজন দর্শক বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করলেন মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে। গতকাল দিন শেষ হতে যখন মাত্র আর কয়েক ওভার বাকি সীমানার ধারে ফিল্ডিং করতে যান ভারতীয় তরুণ তারকা মোহাম্মদ সিরাজ। তখনই কয়েকজন তাকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করেন বলে অভিযোগ। একথা দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে জানান সিরাজ। তারপরে রাহানে ম্যাচ রেফারিকে সে কথা বলতে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তরফে মাঠ থেকে বের করে দেওয়া হয় ওই কয়েকজন দর্শককে।
এদিকে কাল এর প্রতিবাদ করেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার, মদন লাল, বীরেন্দ্র সেওয়াগ, জাহির খান, হরভজন সিংহের মতো অনেকেই। সুনীল গাভাস্কার বলেন “এ ধরনের মন্তব্য কখনোই মেনে নেওয়া যায় না। তবে ম্যাচ রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
একই সঙ্গে তীব্র প্রতিবাদ জানান মদন লালও। জাহির খান বলেন,”অস্ট্রেলিয়ান দর্শকদের তরফে এর আগেও এ ধরনের মন্তব্য করা হয়েছে। তবে এই ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়।”
প্রত্যেক ক্রিকেটারই মনে করেন এ ব্যাপারে আইসিসির আরো কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত। কালকের এই বাদানুবাদের পর আশা করা যাচ্ছিল হয়তো বা কিছুটা মানসিকতার পরিবর্তন ঘটবে দর্শকদের মধ্যে। কিন্তু বাস্তবে একদমই তার বিপরীত ঘটনা ঘটে। আজও বাউন্ডারির ধারে ফিল্ডিং করতে গিয়ে ফের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের শিকার হন সিরাজ। আজও মাঠ থেকে বের করে দেওয়া হয় ৬ জন দর্শককে। অস্ট্রেলিয়ান দর্শকদের এই ধরনের আচরণ মোটেই প্রথমবার নয়। এর আগেও ২০০৮ সালে সিডনিতে মাঙ্কি গেট কান্ডের সময় হরভজন সিংহকে রীতিমতো অভিযুক্ত বলে মন্তব্য করতে থাকেন দর্শকদের একাংশ। নানাভাবে তার প্রতি কুমন্তব্য ও গালিগালাজ করা হয়। এবার অবশ্য সফরের শুরুতেই অনেকটাই শান্ত ছিলেন অস্ট্রেলিয়ান দর্শকরা।
কিন্তু দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হারের পর থেকেই একদিকে যেমন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তেমনি অন্যদিকে দর্শকরাও বারবার আক্রমণাত্মক হয়ে উঠছেন ভারতীয় খেলোয়াড়দের প্রতি। ইতিমধ্যেই কোভিড বিধিভঙ্গ সংক্রান্ত বিষয়ে দুই বোর্ডের মধ্যে যথেষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে। তার ওপর এই ধরনের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। অত্যন্ত নিম্নমানের খেলোয়াড়ী মানসিকতার পরিচয় দিচ্ছেন অস্ট্রেলীয় দর্শকরা। একদিকে যখন বল টেম্পারিং বিতর্কের পর ভারতীয় দর্শকরা হেনস্থা করার চেষ্টা করেছিলেন স্টিভ স্মিথকে। রুখে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তার কথাতেই থেমে গিয়েছিলেন দর্শকরা। তারপর স্মিথ নিজে এসে বিরাটকে ধন্যবাদও জ্ঞাপন করেছিলেন। কিন্তু অন্যদিকে অস্ট্রেলিয়ান দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়ার পরেও ফেরা যে ধরনের মন্তব্যের শিকার হতে হল সিরাজকে। যা মোটেই সুস্থ রুচির পরিচয় নয়।