দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি সপ্তাহেই পিএসজি-র ব্রাজিলিয়ান তারকা নেইমার আরও একটি শিরোপা জিতেছেন। সর্বশেষ মার্সেইয়ের বিপক্ষে সুপার কাপ জয়ের মধ্য দিয়ে আরও একটি শিরোপা দলগত ভাবে জিতে নিয়েছেন প্রাক্তন বার্সা তারকা। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে একটি ছিল নেইমারের ৩১তম শিরোপা। ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে শিরোপা জয়ের দিক থেকে নেইমার এখন ষষ্ঠ স্থানে রয়েছেন।
ব্রাজিলিয়ানদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ড্যানি আলভেস। ৪০টি শিরোপা জিতেছেন তিনি। ৩৭ টি শিরোপা জেতার কৃতিত্ব নিয়ে গিলমার আছেন তালিকার দুইয়ে। কিংবদন্তি পেলে এবং পেপে ৩৫টি করে শিরোপা জিতে আছে তালিকার তিন ও চারে। ৩৪ শিরোপা নিয়ে তালিকার পাঁচে আছে ম্যাক্সওয়েল।
তবে সবকিছুর মধ্যেও নেইমারের সুস্থ হয়ে ওঠার খবর ভরসা জোগাচ্ছে পিএসজি এবং ব্রাজিল ভক্তদের। নতুন ম্যানেজারের দায়িত্বে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে পিএসজি। অপরদিকে মার্চে ব্রাজিলের সামনেও রয়েছে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। ওই সময়ের আগে নেইমারের মাঠে ফেরার খবর ভক্তদের কাছে খুবই আনন্দের। আসন্ন দুই মাসের মধ্যে তিনবার মুখোমুখি হবেন তিনি লিওনেল মেসির। সেই দ্বৈরথ দেখার অপেক্ষায় দিন গুনছে ফুটবল বিশ্ব।