30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    হাড্ডাহাড্ডি ম্যাচে নর্থইস্ট হারালো জামশেদপুরকে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকের আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এবং নর্থইস্ট ইউনাইটেড। দুই দলেরই সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। দুই দলই আজ জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছিল। কিন্তু চোটের জন্য বেঞ্জামিন ল্যাম্বোটকে পায়নি নর্থইস্ট। অপরদিকে জামশেদপুর লাইন আপে কোনও চমক ছিল না।

    ম্যাচের শুরুতে দুই দলই প্রচুর মিসপাস করছিল। তার মধ্যে থেকেও নর্থইস্ট দুই উইং ব্যবহার করে সুন্দর কিছু আক্রমণ তুলে আনছিলো। তবে বিপদ হয়নি। ৮ মিনিটে উল্টোদিকে ভালস্কিসের শট বাঁচান শুভাশিস। ১১ মিনিটে গ্যালাগোর ফ্রি-কিক অল্পের জন্য বাইরে যায়। এরপর দুই দলই একে অপরকে মেপে নিতে থাকে। ১৯ মিনিটে দুর্দান্ত সেভ করে নর্থইস্টের পতন রোধ করেন রেহনেশ। ২৯ মিনিটে সিলা এবং মাচাদোর ভুল বোঝাবুঝিতে সহজ গোলের সুযোগ নষ্ট করে নর্থইস্ট। ৩১ মিনিটে মাচাদোর দুর্দান্ত বাইসাইকেল কিক অনবদ্য ভঙ্গিতে বাঁচান সেই রেহনেশ। শেষপর্যন্ত ৩৫ মিনিটে গ্যালাগোর কর্ণার থেকে হেড করে খালিদ জামিলের দলকে এগিয়ে দেন আশুতোষ মেহতা। পরের মুহূর্তেই দুর্দান্তভাবে জামশেদপুরকে সমতা ফেরানোর থেকে আটকান শুভাশিস। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলেই।

    দ্বিতীয়ার্ধে জামশেদপুর একাধিক আক্রমণ তুলে আনার চেষ্টা করে। কিন্তু কিছুতেই কোনও স্পষ্ট সুযোগ তৈরি হচ্ছিলো না। কিন্তু ম্যাচ যত গড়াতে থাকে তত ভয়ংকর হয়ে উঠতে থাকে নর্থইস্ট। শেষপর্যন্ত ৬০ মিনিটে জামশেদপুর ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে গোল করে যান দেশন ব্রাউন। আইজ্যাকের মিসপাসের খেসারত দিতে হয় জামশেদপুরকে। ৭১ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভালস্কিস। শেষপর্যন্ত ম্যাচের একদম শেষদিকে ৮৮ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান পিটার হার্টলে। জন নিকোলাস মাঠে আসার পর থেকেই জামশেদপুর নিজেদের গুছিয়ে নিয়েছিল। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে ভালস্কিসের হেড অল্পের জন্য বাইরে যায়। গোটা ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তিনি। শেষ পর্যন্ত ২-১ ফলেই ম্যাচ জিতে নেয় নর্থইস্ট

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...

    মেসি কি ফিরছেন বার্সাতেই?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হার দিয়েই শেষ তাঁর পিএসজি অধ্যায়। বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে...