দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকের আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এবং নর্থইস্ট ইউনাইটেড। দুই দলেরই সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। দুই দলই আজ জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছিল। কিন্তু চোটের জন্য বেঞ্জামিন ল্যাম্বোটকে পায়নি নর্থইস্ট। অপরদিকে জামশেদপুর লাইন আপে কোনও চমক ছিল না।
ম্যাচের শুরুতে দুই দলই প্রচুর মিসপাস করছিল। তার মধ্যে থেকেও নর্থইস্ট দুই উইং ব্যবহার করে সুন্দর কিছু আক্রমণ তুলে আনছিলো। তবে বিপদ হয়নি। ৮ মিনিটে উল্টোদিকে ভালস্কিসের শট বাঁচান শুভাশিস। ১১ মিনিটে গ্যালাগোর ফ্রি-কিক অল্পের জন্য বাইরে যায়। এরপর দুই দলই একে অপরকে মেপে নিতে থাকে। ১৯ মিনিটে দুর্দান্ত সেভ করে নর্থইস্টের পতন রোধ করেন রেহনেশ। ২৯ মিনিটে সিলা এবং মাচাদোর ভুল বোঝাবুঝিতে সহজ গোলের সুযোগ নষ্ট করে নর্থইস্ট। ৩১ মিনিটে মাচাদোর দুর্দান্ত বাইসাইকেল কিক অনবদ্য ভঙ্গিতে বাঁচান সেই রেহনেশ। শেষপর্যন্ত ৩৫ মিনিটে গ্যালাগোর কর্ণার থেকে হেড করে খালিদ জামিলের দলকে এগিয়ে দেন আশুতোষ মেহতা। পরের মুহূর্তেই দুর্দান্তভাবে জামশেদপুরকে সমতা ফেরানোর থেকে আটকান শুভাশিস। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলেই।
দ্বিতীয়ার্ধে জামশেদপুর একাধিক আক্রমণ তুলে আনার চেষ্টা করে। কিন্তু কিছুতেই কোনও স্পষ্ট সুযোগ তৈরি হচ্ছিলো না। কিন্তু ম্যাচ যত গড়াতে থাকে তত ভয়ংকর হয়ে উঠতে থাকে নর্থইস্ট। শেষপর্যন্ত ৬০ মিনিটে জামশেদপুর ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে গোল করে যান দেশন ব্রাউন। আইজ্যাকের মিসপাসের খেসারত দিতে হয় জামশেদপুরকে। ৭১ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভালস্কিস। শেষপর্যন্ত ম্যাচের একদম শেষদিকে ৮৮ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান পিটার হার্টলে। জন নিকোলাস মাঠে আসার পর থেকেই জামশেদপুর নিজেদের গুছিয়ে নিয়েছিল। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে ভালস্কিসের হেড অল্পের জন্য বাইরে যায়। গোটা ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তিনি। শেষ পর্যন্ত ২-১ ফলেই ম্যাচ জিতে নেয় নর্থইস্ট