29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    আইসিইউতে ভর্তি হলেন ভারতীয় ক্রিকেটের রূপকথার নায়ক বি.এস চন্দ্রশেখর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফের দুঃসংবাদ ক্রিকেটে। সৌরভ গাঙ্গুলী, কপিল দেবের হার্ট অ্যাটাকের পর এবার মস্তিকে রক্তক্ষরণের সমস্যায় পড়ে হাসপাতালে ভর্তি হতে হল প্রাক্তন কৃতি স্পিনার বি.এস চন্দ্রশেখরকে। আকস্মিকভাবে স্ট্রোক হওয়ার পর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছর বয়সী এই কৃতী ক্রিকেটারকে। ভারতীয় স্পিনারদের মধ্যে চন্দ্রশেখরের নাম সবসময়ই উঠে এসেছে কিংবদন্তিদের তালিকায়। ১৫ জানুয়ারি থেকে কথা জড়িয়ে যাওয়া এবং ফ্যাটিকের কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যদিও সূত্রের খবর অনুযায়ী আপাতত অনেকটাই সুস্থ চন্দ্রশেখর দু’দিনের মধ্যেই হয়তোবা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।

    কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানানো হয়েছে, “প্রাক্তন ক্রিকেটার বিএস চন্দ্রশেখরকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউতে রাখা হয়েছে তাকে। তবে ক্রিকেটারের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। “

    তার স্ত্রী সন্ধ্যা চন্দ্রশেখর এএনআইকে বলেন,”উনি একেবারেই সুস্থ ছিলেন এবং ম্যাচ দেখছিলেন। ঠিক তখনই হঠাৎ ওর কথা জড়িয়ে যায় এবং ফ্যাটিক শুরু হয়। সাথে সাথেই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। আপাতত ওনার শারীরিক পরিস্থিতি ভালো আশাকরি দুদিনের মধ্যে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো।”

    কিংবদন্তি এই লেগ স্পিনার ভারতের হয়ে মাত্র ৫৮ টি টেস্টে ২৫২ টি উইকেট শিকার করেছিলেন। ১৫ বছরের এই দীর্ঘ কেরিয়ারে মোট ১৬ বার পাঁচ বা তার বেশি উইকেট দখল করেছেন তিনি। ১৯৬১ সালে প্রথমবার ভারতীয় জার্সিতে খেলতে দেখা যায় চন্দ্রশেখরকে। ১৯৭৯ সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। মাত্র একটি একদিনের ম্যাচ খেলার সুযোগ হয়েছিল চন্দ্রশেখরের সেখানেও মাত্র ৩৬ রান দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট দখল করেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই দুঃখজনক সংবাদে শোকাহত ক্রিকেটমহল। যে যুগে ভারতের হয়ে সারাবিশ্বে রাজ করেছিলেন চন্দ্রশেখর, তখনো জোরে বোলিং ভারতের কাছে প্রায় নেই বললেই চলে। সে যুগে স্পিনাররাই ছিল ভারতের একমাত্র অস্ত্র।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...