দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ৭১ বছরের রেকর্ড ভেঙে গ্যাবাতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে ভারত। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে এই সিরিজ হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের নামে করল রাহানেরা। অবশ্যই আজকের ম্যাচের স্টার অবশ্য শুভমান গিল, পান্থ, সুন্দর, শার্দুলদের মতো তরুণ ক্রিকেটাররা। তবে এই মুহূর্তে এই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। ইতিমধ্যেই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন প্রাক্তন খেলোয়াড়রা। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে দলের জন্য পাঁচ কোটি টাকার স্পেশাল প্রাইজ ঘোষণা করা হয়েছে।
আজ এই ঐতিহাসিক জয়ের পর নিজের টুইটার হ্যান্ডেল থেকে জয় শাহ লেখেন, “বিসিসিআই ৫ কোটি টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে খেলোয়াড়দের জন্য। এটা ভারতীয় ক্রিকেটের একটা স্পেশাল মুহূর্ত। অসাধারণ দক্ষতা এবং মানসিকতার পরিচয় দিয়েছে ভারতীয় দল। “
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী লেখেন, “অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের এই সাফল্য দেখে আমরা অভিভূত। তাদের অসাধারণ মানসিকতা এবং এনার্জি সারা সিরিজ জুড়ে ধরা পড়েছে। তাদের দৃঢ় প্রতিজ্ঞা, অভিপ্রায় এবং দক্ষতা ছিল অসাধারণ। আগামী দিনের সমস্ত সফরের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা।”
ক্রিকেটের ভগবান সচিনও এই ঐতিহাসিক জয়ের পর চুপ থাকতে পারেননি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “প্রতি অর্ধে আমরা একজন নতুন নায়ককে খুজে পেয়েছি। যখনই আমরা আঘাত প্রাপ্ত হয়েছি আমরা আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ঘুরে দাঁড়িয়েছি। আমরা ভয়হীন ক্রিকেট খেলেছি কিন্তু কেয়ারলেস ক্রিকেট খেলিনি। সমস্ত আঘাত এবং অনিশ্চয়তা আমাদের আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ এবং নিশ্চয়তা দান করেছে। শুভেচ্ছা ভারত। এটা অন্যতম সেরা সিরিজ জয়। “
https://twitter.com/sachin_rt/status/1351434901791379457?s=09
সিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে একটি টেস্ট সিরিজ জয় রিমার্কেবল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয় চির স্মরণীয় হয়ে থাকবে। দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। যদিও কোন অংক দিয়েই এই জয়কে মূল্যায়িত করা যায় না। অসাধারণ খেলেছো প্রত্যেকে।
দলকে শুভেচ্ছা জানিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি লেখেন, “অসাধারণ জয়। সেইসব মানুষদেরও অ্যাডিলেডের পর আমাদের উপর সন্দেহ করেছিল আসুন এবং দেখুন। দৃঢ় প্রতিজ্ঞা এবং দুরন্ত দক্ষতা সারা সিরিজ জুড়ে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। টিম ম্যানেজমেন্ট এবং দলের প্রত্যেককে শুভেচ্ছা। চিয়ার্স। “
এছাড়া ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, এবি ডি ভিলিয়ার্স, হারমানপ্রীত কৌর সহ সকলেই।