দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে আরও একবার মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই সুনীলরা। গত পাঁচ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি তারা। এই সময় তারা গোলের মুখ খুলতে পেরেছে মাত্র ২ বার, নিজেরা গোল খেয়েছে ৭ বার। দেখে বিশ্বাস করা মুশকিল যে এই দল কিছুদিন আগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল।
অপরদিকে ভিকুনার দল মিশ্র ফর্মের স্বীকার। জামশেদপুরকে হারানোর পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় হাতছাড়া করেছেন সাহালরা। তবে ভালো ফর্মে রয়েছেন জর্ডন মারে, গ্যারি হুপার-রা। আজকের ম্যাচে তাই কিছুটা হলেও এগিয়ে কিবুর দল।
বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
গুরপ্রীত সিং সাধু
রক্ষণ-
জুয়ানন, রাহুল ভেকে, হরমনজ্যোত খাবরা
মাঝমাঠ-
ডিমাস ডেলগাডো, এরিক পার্তেলু, ওয়াংজাম, রাহুল ভেকে, ক্লিয়েটন সিলভা
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ
কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, জেসেল, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, ভিসেন্তে গোমেজ, সাহাল সামাদ
আক্রমণ-
রাহুল কেপি, গ্যারি হুপার, জর্ডন মারে