দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইতিমধ্যেই আগামী আইপিএলের জন্য দলে রাখা এবং ছাড়ার রণনীতি ছকতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজ জানা গেল কাকে কাকে রিটেন করা হলো দলে আর কাকে কাকে রিলিজ করে দিল আইপিএলের আট মহাশক্তিধর প্রতিপক্ষ। ইতিমধ্যেই এসেছে একাধিক বড় খবর রিলিজ করে দেওয়া হয়েছে স্টিভ স্মিথ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ মঈন আলীদের মত একাধিক তারকাকে। এই মুহূর্তে নড়বড়ে দলগুলির অবস্থা একবার দেখে নেওয়া যাক। এবারের নিয়ম অনুযায়ী মিনি অকশনেও ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ারদেরও কিনতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি। আর সেই কারণেই আবার নতুন করে দল সাজাতে চাইছেন অনেক রণনীতিবিদই।নতুন মরশুম শুরুর আগে দলে আর কোনো ফাঁকফোকর রাখতে চাইবেন না কেউই। শুধু তাই নয় আগামী নিলামে একাধিক প্লেয়ারকে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে’। নিলামের হাতে ছেড়ে দিয়ে আরো কম দামেও তাদেরকে কিনে নিতে পারে দলগুলি। সেই কারণেই ছেড়ে দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের মত প্লেয়ারকেও।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দলে রইলেন কে কেঃ
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, দেবদত্ত পাডিক্কল, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, জোশুয়া ফিলিপি, পবন দেশপান্ডে, শাহবাজ আহমেদ, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।
কিংস ইলেভেন পাঞ্জাবঃ কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, মনিশ পান্ডে, রবি বিষনোই, দীপক হুডা, প্রবসিমরান সিং, সরফরাজ খান অর্শদীপ সিংহ, মুরুগান অশ্বিন, নায়িকান্দে ঈশান পোড়েল এবং হারপ্রীত সিংহ।
সানরাইজ হায়দ্রাবাদঃ কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, প্রিয়ম গর্গ, শ্রীবৎস গোস্বামী, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, বিজয় শংকর, মোহাম্মদ নবী, মিচেল মার্শ, জেসন হোল্ডার আব্দুল সামাদ, অভিষেক, ভুবনেশ্বর কুমার, রাশিদ খান, সিদ্ধার্থ কল, বিরাট, টি নটরাজন, খলিল আহমেদ,শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা এবং বাশিল থাম্পি।
দিল্লি ক্যাপিটালসঃ শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ইশান্ত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে,অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, মার্কাস স্টইনিস, সিমরান হেটমায়ার, কগিসো রাবাডা, অনরিখ নকিয়া, প্রভীন দুবে, ললিত যাদব, হর্শল প্যাটেল, ড্যানিয়েল স্যামস এবং ক্রিস ওক্স
রাজস্থান রয়েলসঃ সঞ্জু স্যামসান, বেন স্টোকস, জোফরা আর্চার, জশ বাটলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়াস গোপাল, মহিপাল লোমরোর, কার্তিক তিয়াগি, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক মার্কান্ডে, জয়দেব উনাদকট, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোরা এবং রবিন উথাপ্পা।
চেন্নাই সুপার কিংসঃ মহেন্দ্র সিংহ ধোনী, সুরেশ রায়না, ইমরান তাহির, ডুপ্লেসিস, ডোয়েন ব্র্যাভো,দীপক চাহার, অম্বতি রাইডু, কেএম আসিফ, নারায়ন জগদীশন, করন শর্মা, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, যশ হেজেলউড, রবি সাইকিশোর এবং স্যাম কুর্যান।
কলকাতা নাইট রাইডার্সঃ ইয়ন মরগান, শুভমান গিল, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সুনীল নারায়ন, কমলেশ নাগরকোটি, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিভম মাভি, রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, আলি খান এবং টিম সেফার্ট।
মুম্বাই ইন্ডিয়ান্সঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, ক্রিস লিন, আনমলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, আদিত্য তারে, কাইরন পোলার্ড, হার্দিক পান্ড্য, ক্রুনাল পান্ড্য, অনুকুল রায়, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি এবং মহসিন খান।