দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে উইকেট কিপিং করার মাঝে স্পাইডারম্যান ছবির গান গেয়ে ভাইরাল হয়ে উঠেছিলেন ঋষভ পান্থ। বুধবার সেই স্পাইডারম্যানের চেহারায় পান্থের মুখ সুপার-ইম্পোজ করে ছবি টুইট করল আইসিসি। একটি গানও লেখা রয়েছে সেখানেই। তবে কথা বদলে স্পাইডারম্যানের বদলে করা হয়েছে স্পাইডার পান্থ স্পাইডার পান্থ। ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার শেষ টেস্টের চতুর্থদিনে পান্থের মুখে শোনা গিয়েছিল এই গান। তারপর থেকেই ক্লিপিংটি যথেষ্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই সূত্র ধরেই এবার তাকে একই গান উৎসর্গ করল আইসিসি।
ইতিমধ্যেই ব্যাটে দারুন ফর্ম দেখিয়ে ভারতকে দুর্ধর্ষ সিরিজ জিততে সাহায্য করেছেন পান্থ। তৃতীয় টেস্টে মাত্র তিন রানের জন্য শতরান মিস হলেও। চতুর্থ টেস্টে ভারতকে ম্যাচ জেতানো আগে মাঠ ছাড়েননি তিনি। মূলত তাঁর ৮৯ রানের ইনিংসের দৌলতেই সম্পূর্ণ ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। অবশ্যই একথা স্বীকার্য যে এই যে কারও একার নয়, শুভমান গিলের ৯১, চেতেশ্বর পূজারার ৫৬ একই রকম গুরুত্বপূর্ণ পান্থের এই ৮৯ রানের ইনিংসের সঙ্গে। কিন্তু উইনিং শট মেরে দলকে জয় এনে দিয়েছিলেন ঋষভই, আর তারপর থেকেই তার প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্ব। এমনিতেই পান্থ যে বড় ধরনের প্লেয়ার এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হয়ে ফেরার জন্য বারবার সমালোচনা সহ্য করতে হয়েছে তাকে।
এমনকি এদিন ম্যাচ জেতানো সত্বেও দুবার বড়োসড়ো সুযোগ দিয়েছিলেন পান্থ। কিন্তু অস্ট্রেলিয়া তা গ্রহণ করতে পারেনি। ম্যাচ শেষে কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেন, পান্থ তোমার ব্যাটিং এমন তুমি যে কাউকে হার্ট অ্যাটাক দিতে পারো। কিন্তু একথা ঠিক যে এই জয়ে সবথেকে বড় কৃতিত্ব যদি কারো থাকে তাহলে তা অবশ্যই ঋষভের। আর সেই কারণেই তাকে এভাবে শুভেচ্ছা জানালো আইসিসি।
স্পাইডারম্যান যেমন দুনিয়াকে রক্ষা করেন, তেমনই এদিন ভারতকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে ২-১ সিরিজ জিততে সাহায্য করেছেন তিনি। পার্থক্য এই শুধু, স্পাইডারম্যান ঘোরাফেরা করেন গল্পের দুনিয়ায় আর স্পাইডার-পান্থকে দেখা যায়, খেলার মাঠে বোলারদের ধ্বংস করতে।
লেখাঃ অভিরূপ দাস