দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেই সোজা পৌঁছালেন বাবার সমাধি স্থলে। গোলাপ দিয়ে তাকে শ্রদ্ধা জানালেন মোহাম্মদ সিরাজ। বাবা মোহাম্মদ ঘাউসের স্বপ্ন পূরণ করেছেন তিনি। কোমর ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপের। ভারতীয় হিসেবে গ্যাবায় ৫ উইকেট দখলের রেকর্ডও রয়েছে তার নামে। শুধু তাই নয় অস্ট্রেলিয়ায় অভিষেক ম্যাচে মোট পাঁচ উইকেট তুলে নিয়ে অনেক তারকা খেলোয়াড়দের পাশাপাশি জায়গা করে নিয়েছেন তিনি। মেলবোর্নে ভারতের জয়ের পিছনে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ভূমিকা রেখেছেন সিডনিতে। ভারতের জয়ের পিছনে ভূমিকা রেখেছেন গ্যাবাতেও। কিন্তু এসব কিছুই দেখে যেতে পারলেন না বাবা মোহাম্মদ ঘাউস।
এক সময় ছেলের ক্রিকেটের জুতো কেনার জন্য যিনি সারারাত অটো চালিয়ে ঘুরে বেড়িয়েছিলেন রাস্তায় রাস্তায়। যার একমাত্র স্বপ্ন ছিল, “মেরা বেটা একদিন ইন্ডিয়া খেলেগা।” হ্যাঁ, বাবার সেই সমস্ত স্বপ্নই পূরণ করেছেন সিরাজ। একের পর এক কটুক্তি ভেসে আসার পরেও দর্শকদের তরফে একের পর এক বর্ণবৈষম্যমূলক মন্তব্য ভেসে আসার পরেও একটুও হতাশাগ্রস্ত হয়ে পড়েন নি তিনি। বরং আরো বেশী উদ্যমে তৈরি করে নিয়েছেন নিজেকে। মেলবোর্নে প্রথমবার মাঠে নেমেই ৭৭ রান দিয়ে দুই ইনিংসে মোট পাঁচ উইকেট দখল করেছিলেন সিরাজ। আর গ্যাবাতে মোট ১৫০ রান দিয়ে তার সংগ্রহ ছয় ছটি শিকার।
বিতর্কিত হলেও হয়তোবা সিরিজের সেরা বলটা এসেছে তার হাত থেকেই। যখন তার আগুনে বাউন্সার সামলাতে না পেরে রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেছেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আপাতত সফর শেষ, ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ফিরেছে ভারত। সারা দেশ আজ দাঁড়িয়ে উঠে তালি দিচ্ছে সিরাজ, নটরাজন, সাইনি, ওয়াশিংটন, গিল, শার্দুলদের মত তরুণের নামে। এই সময় তো বাবাকে সবথেকে বেশি কাছে দরকার ছিল সিরাজের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এখন অনেক দূরে। বাবার শেষ সময় পাশে থাকতে পারেননি সিরাজ। দেশের কর্তব্যকেই আগে বলে নিয়েছেন তিনি। পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট দলের সতীর্থরাও। তাই পাঁচ উইকেট পাওয়ার পরে যখন সিরাজ হাত তুলে শ্রদ্ধা জানিয়েছেন বাবাকে। সাথে এসে সমর্পণের ভঙ্গিতে হাত তুলে আকাশের দিকে তাকিয়েছেন দলের অন্যান্য সতীর্থরাও।
কিন্তু আজ তিনি ফিরেছেন দেশে প্রথম কর্তব্য বাবাকে শ্রদ্ধা জানানো। আর তাই বিমানবন্দর থেকে সোজা হায়দ্রাবাদে বাবার সমাধিস্থলের কাছে পৌছলেন তিনি। স্বাভাবিকভাবেই ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক সমর্থকরাই লিখেছেন “চিন্তা করো না সিরাজ উনি ওপর থেকে তোমার সাফল্য দেখছেন।”
লেখাঃ অভিরূপ দাস