দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়া। টপ ফোরে নিজেদের জায়গা পাকা করতে আজকের ম্যাচে জিততেই হবে গোয়াকে। ঈগর অ্যাঙ্গুলো প্রথম একাদশে না থাকা সত্ত্বেও দুর্দান্ত ফুটবল খেলছে গোয়ার দলটি। ডিফেন্স নিয়ে সামান্য চিন্তা থাকলেও আক্রমণে যথেষ্ট সুদৃড় জুয়ান ফার্নান্দোর দল। শেষ পাঁচ ম্যাচ অপরাজিত তারা।
অপরদিকে কেরালা ব্লাস্টার্স রয়েছে দুরন্ত ছন্দে। সম্প্রতি বেঙ্গালুরু এবং জামশেদপুরকে হারিয়ে নিজেদেরকে প্রমাণ করেছে কিবু ভিকুনার দল।যদিও আজকের ম্যাচে জর্ডন মারে-কে পাওয়া নিয়ে সংশয়ে কেরালা। কিন্তু ভারতীয় ফুটবলার রাহুল কেপি, সাহাল আব্দুল সামাদ-রা রয়েছেন দুরন্ত ছন্দে। টপ ফোরের দিকে এগোতে আজকের ম্যাচে জিততেই হবে তাদের।
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
নবীন কুমার
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু
কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক-
অ্যালবিনো গোমস
রক্ষণ-
নিশু কুমার, বাঁকারী কোনে, জেসেল, ধনচন্দ্র মিতেই
মাঝমাঠ-
রোহিত কুমার, ফাকুন্দো আবেল, ভিসেন্তে গোমেজ, সাহাল সামাদ
আক্রমণ-
রাহুল কেপি, গ্যারি হুপার, জর্ডন মারে