দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শচীন টেন্ডুলকার নামটি শুনলেই “ক্রিকেটের ভগবান”, “ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি” ইত্যাদি নানা বিশেষণ এসে বসে তার নামের আগে। কিন্তু একইভাবে একজন কন্যা এবং পুত্র সন্তানের পিতাও শচীন। আর সেই পারিবারিক মুহূর্তগুলিকেই আজ আবার সোশ্যাল মিডিয়ায় স্মৃতি রোমন্থনে ফিরিয়ে নিয়ে এলেন গড অফ ক্রিকেট। আজ “জাতীয় কন্যা সন্তান দিবস”। আর এই দিনের গুরুত্বের কথা মাথায় রেখেই, সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সাথে নিজের পুরনো ছবি শেয়ার করলেন এই কিংবদন্তি। ছোট্ট সারা এবং অর্জুন তখন বাবার সাথে একান্ত মুহুর্ত কাটাচ্ছেন এক নৌ সফরে।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আজ শচীন লেখেন, “আমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের জন্য ভালোবাসা এবং সুযোগ সর্বদা এক হওয়া উচিত। আমাদের বোঝা উচিত আমাদের সন্তানরা আমাদের থেকেই শিখবে। পুত্র এবং কন্যা সন্তানদের সমমর্যাদা দিন এবং একইরকমভাবে খুশি উপভোগ করুন। #nationalgirlchildday”
অনেক সময়ই কন্যাসন্তানকে সুযোগ থেকে পিছিয়ে দেওয়া হয় আমাদের এই দেশে। আগে সুযোগ পান ছেলেরা। পড়াশোনা, কেরিয়ার সবক্ষেত্রেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় কন্যা সন্তানকে। আর সেই কারণেই, আজকের দিনে শচীনের এই উক্তি। প্রত্যেক সন্তানই বাবা মায়ের কাছে একই রকম প্রিয় হওয়া উচিত। কারণ সন্তান রেখে তার পিতামাতার থেকেই। তাই পুত্র এবং কন্যা সন্তানের কোনো বিভেদ তার মনেও বিভেদের বীজের জন্ম দিতে পারে। আর সে কথাই মনে করেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার। একাধিকবার এর আগেও এই সমস্ত সামাজিক বিষয়ে সরব হয়েছেন তিনি। অবশ্যই একেবারেই তার নিজস্ব আঙ্গিকে। এবারও তার ব্যতিক্রম হল না। দুই সন্তানের সাথে নিজের ছবি শেয়ার করে তিনি বুঝিয়ে দিলেন, সারা এবং অর্জুন দুজনেই তার কাছে সমান প্রিয়।
ক্রিকেট ভারতীয় সমর্থকদের কাছে শুধু একটি খেলা নয়, ধর্ম বিশেষ। আর সেই কারণেই প্রিয় ক্রিকেটারদের কথা মানুষের কাছে পৌঁছে যায় অনেক তাড়াতাড়ি। আশা করা যায় এর থেকে শিক্ষা নেবেন ভক্ত সমর্থকরাও। আগামী দিনে হয়তোবা সম মর্যাদা এবং সমসুযোগের অধিকার পাবেন প্রতিটি ভারতীয় কন্যা।
লেখাঃ অভিরূপ দাস