দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতে আসার আগে দুরন্ত ছন্দে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও ১৮৬ রানের ক্লাসিকাল ইনিংস উপহার দিলেন তিনি। পূর্ণ করলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯ তম শতরান। এমনিতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় দিন গুনছে ভারতীয় ক্রিকেট প্রেমীর সমর্থকরা। তার উপর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আত্মবিশ্বাস এখন তুঙ্গে ভারতীয় শিবিরের। অস্ট্রেলিয়ায় রান পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানেও। তবে রাহানে ছাড়া তেমনভাবে শতরানের মুখ দেখতে পারেনি কেউই।
অন্যদিকে শ্রীলংকা আসার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট। আজ ৩০৯ বলে ১৮ টি বাউন্ডারি দিয়ে সাজানো তার এই ১৮৬ রানের ইনিংসের দৌলতেই ৩৪৪ রানের স্কোর খাড়া করে ইংল্যান্ড। যদিও আজ তার সঙ্গে তেমন ভাবে সহায়তা করতে পারেননি অন্য কোন ব্যাটসম্যান। কেবলমাত্র জস বাটলারের ৫৫ রানের ইনিংস ছাড়া সেভাবে উল্লেখযোগ্য নন কেউই।অন্যদিকে প্রথম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শতরান এবং ডিকোয়েলার ৯২ রানের সৌজন্যে ৩৮১ রানের বড় স্কোর খাড়া করেছিল শ্রীলংকা।
তাই আপাতত ৩৭ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেছে তারা। এবং ইতিমধ্যেই ৩৭ রানে চার উইকেট হারিয়ে সমস্যাতেও রয়েছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে নিয়েছিল ইংল্যান্ড। তবে ভারতে আসার আগে অধিনায়ক রুটের এই ফর্মে নিশ্চয়ই সুচিত্রা থাকবে ইংরেজ শিবির।