দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নতুন বছরে নতুন চমক আনলো আইসিসি। এবারও বর্ষসেরা খেলোয়াড় নয় পুরুষ এবং মহিলা বিভাগে পুরস্কৃত করা হবে মাসের সেরা তিন খেলোয়াড়কেও। খেলোয়াড়দের আরো বেশি উৎসাহী করে তুলতে এবং তাদের প্রতিকূল প্রদর্শনকে সম্মান জানাতেই এধরনের নতুন পুরস্কার চালু করল ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইতিমধ্যেই এই বিভাগে মনোনীত হয়েছেন ঋষভ পান্থ, রবীচন্দ্রন অশ্বিন, থাঙ্গারাসু নটরাজন এবং মোহাম্মদ সিরাজ। বিশেষত অস্ট্রেলিয়ার মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পরেই এই মনোনয়ন পেলেন তারা।
মাসের শেষে সেরা তিন পুরুষ ও মহিলা খেলোয়াড় বেছে নেবেন ক্রিকেটপ্রেমী ভক্ত-সমর্থকরাই। তাদের ভোটের ভিত্তিতেই খেলোয়াড়দের হাতে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেবে আইসিসি। ভারতের এই চারজন ছাড়াও আইসিসির প্লেয়ার অফ দ্যা মান্থের লড়াইয়ে এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, আফগানিস্তানের হরমতুল্লাহ গুরবাজ, দক্ষিণ আফ্রিকার মারিজন কাপ, নাদিন ডি ক্লার্ক এবং পাকিস্তানের নিদা দার।
আইসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। আইসিসি ক্রিকেট জেনারেল ম্যানেজার এ বিষয়ে বলেন,”আইসিসির এটা একটা দারুন উদ্যোগ। ভক্তরা তাদের সেরা ক্রিকেটারকে ভোটের মাধ্যমে বেছে নিতে পারবেন। এতে ক্রিকেটের প্রতি সম্পর্ক আরও গভীর হবে সমর্থকদের।” এই পুরস্কারের বিচারকক হিসেবে প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টার্স এবং সাংবাদিকদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে আইসিসি। এছাড়া একটি ভোটিং একাডেমীও নির্মাণ করা হয়েছে। আপাতত প্রথমবার পুরস্কার কে পান সে দিকেই নজর থাকছে সকলের।