দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শেষ কয়েকদিন ধরেই রাস্তায় নেমেছেন সবুজ-মেরুণ সমর্থকরা। প্রতিবাদের সুর ফুটে উঠছে তাদের গলায়। এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণে অস্তিত্ব সংকটের মুখোমুখি শতাব্দিপ্রাচীন ক্লাব, এই দাবি নিয়েই ক্ষোভ প্রদর্শন করছেন মেরিনার্সরা। “রিমুভ এটিকে” হ্যাশট্যাগ-কে ইতিমধ্যেই ভাইরাল করে তুলেছেন মোহনবাগান সমর্থকরা। তবে এবার শুধুমাত্র মোহন সমর্থকরাই নন, আলাদা হওয়ার বার্তা নিয়ে এগিয়ে এলেন এটিকে সমর্থকরাও। তাদের মতে দীর্ঘ ৬-৭ বছর ধরে তারা এটিকে ক্লাবটিকে সমর্থন করে আসছে, আলাদা করে কোনও ঐতিহ্যর সাথে তারাও যুক্ত হতে চান না। তাদের মতে মোহনবাগানের সাথে সংযুক্তিকরণের পর হারিয়ে যাচ্ছে এটিকে-এর অস্তিত্বও।
তাই এবার প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে এটিকে সমর্থকরাও। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটি চিঠিতে এটিকে সমর্থকরা জানিয়েছেন যে তারা মনে করিয়ে দিতে চান যে তারা হলেন সেই সব ভুলে যাওয়া সমর্থকরা যারা যে কোনও পরিস্থিতিতে প্রথম থেকে এটিকে দলকে সমর্থন করে এসেছেন এবং ভালো মন্দ যে কোনও পরিস্থিতিতে ক্লাবের পাশে থেকেছেন। যখন মোহনবাগান সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে এটিকে নিয়ে বিদ্রুপ করে তখন সেখানেও এটিকের পক্ষে সরব হন তারা। তাদের প্রশ্ন এখন এই পরিস্থিতিতে কেন তারা এটিকে- কে সমর্থন করবেন? প্রথম মার্জারের সিদ্ধান্ত শুনেও ম্যানেজমেন্টের ওপর তারা বিশ্বাস রেখেছিলেন।
একটি চিঠির মাধ্যমে সরাসরি তাদের দাবিগুলো ম্যানেজমেন্ট-কে জানিয়েছে সাবেক এটিকে সমর্থকরা। মোট ছয়টি দাবি রয়েছে তাদের। সেই দাবিগুলি নিচে বিস্তারিত উল্লেখ করা হল।
১. মোহনবাগানের নামটি আর এটিকে-র সাথে যুক্ত করা যাবে না
২. পরের মরশুমে ফের নতুন করে এটিকে ক্লাবকে রেজিস্ট্রার করতে হবে
৩. গোড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে যে লাল সাদা জার্সি সমর্থকদের মন জয় করেছিল তা আবার ফিরিয়ে আনতে হবে
৪. এটিকে সমর্থকদের কোনভাবেই মেরিনার্স বলা যাবে না
৫. তিন বার চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক স্বরুপ জার্সিতে তিনটি স্টার রাখতে হবে
৬. এটিকে ক্লাবের চ্যাম্পিয়ন ট্যাগ ফিরিয়ে আনতে হবে