দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছিল না লিভারপুলের। প্রথমে ওয়েস্ট ব্রমেউইচ অ্যালবিয়নের বিপক্ষে ১-১ ফলের ড্র। এরপর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ০-০ ফলে ড্র, তারপর সাউদাম্পাটনের বিপক্ষে ১-০ ফলে হার। টানা তিন হোঁচটের পর ম্যান ইউর বিরুদ্ধে তারের ঘরের মাঠে আরও একবার জিততে ব্যর্থ হয় রেডস-রা। এরপর আসে সবচেয়ে বড় লজ্জা। বার্নলীর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হারতে হয় তাদের।
প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ হোঁচটের পর এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে রেড ডেভিলসদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। চূড়ান্ত সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন ক্লপ। তবে সেই খারাপ সময় পেছনে ফেলে গতরাতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল জুর্গেন ক্লপের দল। জোসে মৌরিনহোর শক্তিশালী টট্যেনহ্যাম হটস্পার-কে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল।
স্পার্সদের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে বিরতির আগে ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর ৪৭ মিনিটে আরনল্ড গোল করে ব্যবধান দ্বিগুন করেন। তবে ৪৯ মিনিটে পিয়েরে এমিলি গোল করে টট্যেনহ্যামকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু তাদের দ্বিতীয় গোলটি পাওয়ার আগেই ব্যবধান ৩-১ করেন সাদিও মানে। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।