দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে বড় চমক দিল বাংলার দুই প্রধান। ইতিমধ্যেই মার্সেলিনহো এবং স্যামুয়েলের মত ফুটবলারদের সই করিয়েছিল এটিকে-মোহনবাগান। আর শুরুর দিকে অঙ্কিত, রাজু এবং ব্রাইটকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গলও। এবার লেনি রডরিগেজ-কে সোয়াপ ডিলে সই করাল এটিকে মোহনবাগান। অপরদিকে মুম্বাই সিটি এফসি শিবির থেকে সার্থক গলুই এবং সৌরভ দাস-কে তুলে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গলও।
এফসি গোয়ার তারকা লেনি রডরিগেজ চলতি আইএসএলে কেবল আটটি ম্যাচ খেলেছেন। ৩৩ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বদলে গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিল সবুজ মেরুণ শিবির। চলতি মরশুমে গোয়া দলে সেভাবে সুযোগ পাননি লেনি। অপরদিকে গ্লেন মার্টিন্সের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না সবুজ মেরুণ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
অপরদিকে মুম্বাই সিটি এফসির হয়ে কেবলমাত্র দুটি ম্যাচে শুরু থেকে নেমেছিলেন সার্থক গলুই। তাই আরও দুই বছর মুম্বাইয়ের সাথে চুক্তিবদ্ধ এই খেলোয়াড়কে লোনে এনে নিজেদের দূর্বল ডিফেন্সকে সামাল দেওয়ার কাজটা করতে পারবে ইস্টবেঙ্গল। সেই সাথে ২৪ বছরের মিডফিল্ডার সৌরভ দাসের ওপর অনেকদিন ধরেই নজর ছিল ইস্টবেঙ্গলের। চলতি আইএসএলে মুম্বাই সিটি তে একেবারেই সুযোগ না পাওয়ায় তাকে আনতে অসুবিধা হয়নি লাল হলুদ ম্যানেজমেন্টের। অজয় ছেত্রী কিংবা মিলান সিং-দের থেকে অনেকটাই বেশি কার্যকর ফুটবল তিনি উপহার দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।