দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে মাঠে নামছে টপ ফোরে জায়গা করে নিতে মরিয়া দুই প্রতিপক্ষ এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেড। দুই দলেরই এই মুহূর্তে পয়েন্ট সমান। ২১ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৪ এবং ৫-এ রয়েছে গোয়া ও নর্থইস্ট। নতুন বছরে এখনও অপরাজিত এফসি গোয়া কিন্তু জানুয়ারিতে তারা মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে যার ফলে টপ ফোরে এখনও নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারেনি ঈগর অ্যাঙ্গুলো-রা। গোল নিয়মিত এলেও গোল খাওয়া আটকাতে পারছে না জুয়ান ফার্নান্দোর দল।
অপরদিকে মাঝখানে ছন্দ হারালেও শেষ কয়েকটি ম্যাচে খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর দুরন্ত ভাবে ছন্দে ফিরেছে নর্থইস্ট। তারা হারিয়েছে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মতো ভয়ংকর প্রতিপক্ষদের। এই ফর্ম ধরে রাখলে তাদের টপ ফোরে পৌঁছনো কেবল সময়ের অপেক্ষা।
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর অ্যাঙ্গালু
• নর্থ ইস্ট সম্ভাব্য একাদশ :-
গোলরক্ষক-
গুরমিথ সিং
রক্ষণ-
আশুতোষ মেহেতা, গুরজিন্দর কুমার, ডিলান ফক্স, প্রভাত লাখরা
মাঝমাঠ-
ফ্রেডরিকো গ্যালাগো, খাসা কামারা, লালেনগমাওয়াইয়া,
আক্রমণ-
রোচরজেলা, ডেশন ব্রাউন, লুইস মাচাদো