30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    চীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ, উঠল বেজিং অলিম্পিক বয়কটের ডাক!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টোকিও গেমসের আয়োজন নিয়ে বিতর্ক এখনো থামেনি। এর মধ্যেই এবার বেজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ডাক দিলো বেশকিছু মানবাধিকার সংস্থা। চীনের জিনজিয়াং প্রদেশের জনজাতির উপর চীনা সরকারের একরোখা মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। সেখানকার সংখ্যালঘু মুসলিম জাতির স্বাধীনতার অধিকার প্রায় কেড়ে নিয়েছে চীন সরকার। উইঘুরদের শিক্ষার উপর এর প্রভাব মারাত্মক। আর এই নিয়েই জোরালো প্রতিবাদ জানিয়েছে ১৮০টি মানবাধিকার সংস্থা। সরকারের এই মনোভাবের কথা মাথায় রেখেই ২০২২ সালে উইন্টার অলিম্পিকস বয়কট করার ডাক দিয়েছে তারা। মূলত সরকারের একরোখা মনোভাবের বিরুদ্ধে এ এক পাল্টা জবাব।

    অবশ্য স্বাভাবিকভাবেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে চীন। কিন্তু চীনের অনেক নাগরিকই একথা মানতে রাজি নয়। ছাত্র দর্জি সেতেনের বক্তব্য, “৮২ বছর আগে ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে যা ঘটেছিল সেই ইতিহাস আবার ফিরে আসছে। এটা মেনে নেওয়া যায় না। গণতন্ত্র স্বাধীনতা এবং মানবতার পক্ষে যারা কথা বলেন এই অলিম্পিক তাদের বয়কট করা উচিত।”

    টোকিও অলিম্পিক গেমসের পরেই বেজিংয়ে অলিম্পিক আয়োজন করতে তোড়জোড় শুরু করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমনিতেই করোনা ভাইরাসের প্রভাব এর কারণে এর আগেও বেজিং অলিম্পিকে নানা মন্তব্য প্রকাশ্যে এসেছে। কিন্তু হঠাৎ এই পরিস্থিতি আরো অশ্বস্থিতে ফেলেছে তাদের।

    যদিও এই মুহূর্তে অন্য কোথাও অলিম্পিক সরিয়ে নিয়ে যাবার কথা ভাবছে না আইওসি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পাউন্ড স্পষ্টতই জানিয়েছেন, “পরিস্থিতি যাই হোক না কেন, আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না। আর যেকোনো ঘটনাতেই যদি বিকল্প রাস্তা খুঁজতে হয়। তাহলে অলিম্পিকের মত উৎসব কোন দেশই উদযাপন করতে পারবে না।”
    তবে পাউন্ডে কথা বললেও মানবাধিকার সংস্থা গুলির মধ্যে এই মুহূর্তে ক্ষোভ যে প্রবল এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলেরই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...