দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ান এবং বেঙ্গালুরু। গত ম্যাচে জয়ে ফিরেছিল বেঙ্গালুরু। অপরদিকে চেন্নাইয়ান টানা ভুগে যাচ্ছিল ফিনিশিংয়ের সমস্যায়। বেঙ্গালুরু প্রথম একাদশে এই ম্যাচে ফিরেছিলেন এরিক পার্তেলু। অপরদিকে চেন্নাইয়ান আক্রমণে অনিরুদ্ধ থাপা, রহিম আলী, ছাঙতে, ইসমার সাথে আজ জুড়ে দেওয়া হয়েছিল ম্যানুয়েল ল্যানজারোত্তি-কে।
ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রাখছিল বেঙ্গালুরু। অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাদের। মাঝেমধ্যে প্রতিআক্রমণে উঠছিল চেন্নাইয়ানও। কিন্তু গোলের সামনে গিয়ে ফিনিশ করার ব্যর্থতা ভোগাচ্ছিল তাদের। দুই পক্ষই এরপর বেশ কিছু সুযোগ পেয়েও নষ্ট করে। তা সত্ত্বেও বলা ভালো চেন্নাইয়ানের কাউন্টার অ্যাটাক গুলিকে ভালোই সামাল দিচ্ছিল বেঙ্গালুরু ডিফেন্স। ম্যাচের ৩৯ মিনিটে খুব ভালো জায়গায় এসেও গোল পেতে ব্যর্থ হয় চেন্নাইয়ান। শেষপর্যন্ত ০-০ ফলেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই পক্ষ নিজেদের স্বকীয় খেলা খেলতে থাকে। সুযোগ নষ্ট কিংবা গোলকিপারদের দক্ষতায় গোলমুখ খুলছিল না। সুনীল কিংবা ছাঙতেরা ছন্দে থাকলেও গোলের মুখ খোলেনি। ৭৪ মিনিটে বেঙ্গালুরু ফ্রান গঞ্জালেজের হেডার গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর ঠিক দুই মিনিট পর টানা দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন ছাঙতে। ৮৪ মিনিটে মেমোর ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। এরপর অনেক চেষ্টা করেও কোনও দল গোলমুখ খুলতে পারেনি। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।