দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকের আইএসএলের দ্বিতীয় এবং অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি। আশ্চর্যজনকভাবে আজ নর্থইস্ট একাদশে ছিল না ডেসন ব্রাউন। তার বদলে শুরু করেছিলেন ইদ্রিসা সিলা। অপরদিকে প্রথম পর্বে নর্থইস্টের বিরুদ্ধে দুটি দুর্দান্ত গোল করা লিস্টন কোলাসো-কে রিজার্ভ বেঞ্চে রেখেছিল হায়দরাবাদ এফসি।
ম্যাচের শুরুতে দুই পক্ষই একে অপরকে মেপে আক্রমণে উঠছিল। উইংয়ে গতির লড়াই চলছিল নর্থইস্টের মিতেই এবং হায়দরাবাদের আকাশ মিশ্রার মধ্যে। আক্রমণাত্মকভাবে হায়দরাবাদকে বেশি সপ্রতিভ মনে হলেও নর্থইস্টের ডিফেন্সও ছিল জমাট। প্রতিআক্রমণে বিপদও তৈরি করেছিল গ্যালাগোরা। কিন্তু কোনও পক্ষের আক্রমণেই তেমন ঝাঁঝ ছিল না। ম্যাচের ৩৯ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন মাচাডো। শেষপর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও শুরুর দিকেও ছবিটা বদলায়নি। ৫৪ মিনিটে অতিরিক্ত আত্মবিশ্বাসে কারণে সুযোগ নষ্ট করেন আকাশ মিশ্রা। দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসো-কেও মাঠে নামান হায়দরাবাদ কোচ। কিন্তু তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টোদিকে নর্থইস্টও খুব একটা ভালো সুযোগ তৈরি করতে পারছিল না। গোটা ম্যাচ জুড়ে চিত্রটা ছিল একইরকম। মাঝমাঠে কিংবা উইংয়ে ভালো খেলা দেখা গেলেও বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিল দুই পক্ষই। শেষপর্যন্ত ০-০ ফলেই শেষ হয় ম্যাচ।