30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    নালিশ জানাতে গিয়ে আম্পায়ারের প্রতি অশোভন আচরণ, সমর্থকদের সমালোচনায় বিদ্ধ বিরাট!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই লজ্জাজনক ২২৭ রানের হার সহ্য করতে হয়েছে বিরাট কোহলিদের। প্রথম ইনিংসেই রুটের দুর্দান্ত দ্বিশতরানের দৌলতে ৫৭৮ রান খাড়া করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৩৭ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করার সিদ্ধান্ত নেন রুট। এমনিতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ছিল যথেষ্ট কঠিন। কারণ যেকোনো ব্যাটসম্যানদের কাছেই রীতিমতো ভোগান্তির কারণ হয়ে উঠেছিল চেন্নাইয়ের পিচ। নানা জায়গায় ভেঙে যাওয়ায় রীতিমতো সাহায্য পাচ্ছিলেন স্পিনাররা। এমনকি জোরে বোলারদেরও বেশ সহায়ক হয়ে উঠেছিল এই উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একদিকে ইংল্যান্ড যখন ১৭০ রানে অলআউট হয়ে যায়, অন্যদিকে সারা দিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে পারেনি ভারতও। দশ উইকেট খুইয়ে কেবলমাত্র ১৯২ রানই সংগ্রহ করতে পেরেছিল তারা।

    স্বাভাবিকভাবেই পিচ থেকে দুর্দান্ত সহায়তা পেয়েছিলেন ইংল্যান্ডের বোলাররাও। বাঁহাতি স্পিনার জ্যাক লিচ একাই তুলে নিয়েছিলেন চার চারটি উইকেট। আর সেই কারণেই বিশেষত ভারতে পিচ নিয়ে যথেষ্ট মাথাব্যথা থাকে অধিনায়কদের। যেমন মাথাব্যথার কারণ তৈরি হয়েছিল কোহলির জন্যেও। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ঘটে এই ঘটনাটি। রবীচন্দ্রন অশ্বিনের বলে খুচরো রান নিতে গিয়ে পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান ইংল্যান্ডের তারকা বোলার জোফরা আর্চার। স্বাভাবিকভাবেই স্পাইক পড়ে পিচের মাঝখান দিয়ে দৌড়ানো মানেই আরো ক্ষতিগ্রস্ত হবে পিচ। সেই কারণেই আম্পায়ার নীতিন মেননকে এ বিষয়ে অভিযোগ জানান কোহলি। কোহলি বলেন , “ওয়ে মেনন, সোজা রানও ওরা পিচের মাঝখান দিয়ে দৌড়ে নিচ্ছে। কী হচ্ছে এ সব?”

    সবকিছু ঠিকঠাকই ছিল তবে আম্পায়ারকে এধরনের অশোভন সম্বোধনই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া নেটিজেনদের। অনেকেই জিজ্ঞেস করেছেন আম্পায়ার কি কোহলির বন্ধু নাকি যে তাকে তুই-তোকারি করছেন ভারত অধিনায়ক। বিরাটের চেয়ে যিনি এত বয়সে বড় তাকে কিভাবে এমন সম্বোধন করতে পারেন তিনি। যদিও ঘটনাটি তেমন বড় কোন রূপ নেয়নি মাঠে, কিন্তু স্বাভাবিকভাবেই সমর্থকদের নজর কেড়েছে কোহলির এই বাক্যবাণ। তাদের অনেকেই এও মনে করেছেন যে যেকোনো সম্মানীয় মানুষের প্রতি তার আরও শ্রদ্ধাশীল হওয়া উচিত।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...